খোলাবাজারে প্রতি ডলার ১২৭ টাকা
নিজস্ব প্রতিবেদক : খোলা বাজারে লাগামহীনভাবে বাড়ছে ডলারের দাম। এক দিনের ব্যবধানে খোলা বাজারে ডলারের দাম সর্বোচ্চ ৩ টাকা বেড়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) শেষদিকে খোলা বাজারে প্রতি ডলার ১২৭ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আগের দিন বুধবার (৮ নভেম্বর) খোলাবাজারে প্রতি ডলার ১২৪ টাকায় বিক্রি হয়েছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, বেধে দেওয়া দরে ব্যাংক ও মানি এক্সচেঞ্জগুলোতে ডলার পাওয়া যাচ্ছে না। বিশেষ করে খোলাবাজারে ডলার বিক্রির অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। এ বাজারে ডলারের নিয়ন্ত্রণ কালোবাজারিদের দখলে।
বৃহস্পতিবার খোলাবাজারে প্রতি ডলার ১২৭ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবুও চাহিদা মতো ডলার পাচ্ছেন না ক্রেতা। কদিন ধরে ১২৪ টাকা পর্যন্ত ডলার লেনদেন হয়েছে।
মানি এক্সচেঞ্জারদের জন্য ডলারের কেনা দর ১১৩ টাকা ৭৫ পয়সা এবং বিক্রির দর ১১৫ টাকা ২৫ পয়সা বেধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে, এ রেটে কোনো মানি এক্সচেঞ্জে ডলার লেনদেন হয়নি।
মতিঝিল, দিলকুশা, পল্টন, ফকিরাপুল এলাকায় বিভিন্ন অলিগলি এবং রেস্তোরাঁয় ১২৮ টাকা পর্যন্ত দরে ডলার ক্রয় করেছেন ক্রেতা। যেখানে মানি এক্সচেঞ্জগুলোতে ডলার লেনদেন হচ্ছে না।
অন্যদিকে, অলস সময় পার করেছেন মানি এক্সচেঞ্জের বিক্রয়কর্মীরা। তারা বলছেন, ডলার নেই তাই বিক্রি করতে পারছেন না। একই অবস্থা বাণিজ্যিক ব্যাংকেরও। সেখানে সাধারণ গ্রাহকের কাছে ডলার বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যাংক।
নিউট্রলি মানি এক্সচেঞ্জের বিক্রেতা মো. লিটন হোসেন বলেন, আমাদের কাছে নগদ ডলার নেই, এ কারণে ক্রেতা আসছে না। ডলার সংগ্রহ করতে পারছি না, এ কারণে বিক্রিও নেই। অলস সময় পার করছি। তবে, এসব এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের তদারকি চোখে পড়েনি।