শান্তর ফিফটি, এগোচ্ছেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক : ৫৯*, ০, ৭, ৮, ০, ৯, ৪-আজকের আগে বিশ্বকাপে নাজমুল হোসেন শান্তর স্কোর। দারুণ ফর্মে থাকা টাইগার এই ক্রিকেটার বিশ্বকাপটা কাটাচ্ছিলেন দুঃস্বপ্নের মতো। আজ লঙ্কানদের বিপক্ষে রানে ফিরলেন। ইনিংসের ২১তম ওভারের দ্বিতীয় বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বল বাউন্ডারি ছাড়া করে ৫৮ বলে ৫০ পূর্ণ করেন।
সেমির দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। কাগজে-কলমে এখনো টিকে থাকলেও একই পথেই হাঁটছে শ্রীলঙ্কা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে দুই দলের জন্যই জয় ভীষণ প্রয়োজন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২৭৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ২৮০ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ।