অবরোধে ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বিএনপির ডাকা দুই দিনব্যাপী অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সকাল থেকে নেই যানবাহন ও যাত্রীর চাপ। এতে ভোগান্তিতে পড়েন কর্মস্থলে যাওয়ার জন্য বের হওয়া যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও কমেছে। মহাসড়ক অনেকটাই ফাঁকা রয়েছে।
রোববার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এমনই চিত্র দেখা গেছে।
রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, ‘সকাল থেকেই মহাসড়ক ফাঁকা দেখছি। অন্য কোথাও যানবাহনের চাপ তেমন না থাকলেও শিমরাইল মোড়ে সবসময় যানবাহনের জটলা লেগেই থাকতো। এখন এ মোড়টিও ফাঁকা।’
বিল্লাল হোসেন নামের এক মোটরসাইকেলচালক বলেন, ‘যানবাহনের চাপ কম থাকায় খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারছি।’
শিমরাইল ক্যাম্পের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) একেএম শরফুদ্দিন জানান, মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহনের চাপ কিছুটা কম রয়েছে। তবে যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মহাসড়কের যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে আমরা সবসময় সজাগ রয়েছি।