বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিদায় করে অস্ট্রেলিয়ার দারুণ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে দারুণ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। আসরের ৩৬তম ম্যাচে ৩৩ রানে জয় পান প্যাট কামিন্সরা। এ জয়ে সেমিফাইনালের পথে এক পাও দিয়ে রাখল অজিরা।

আজ শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা অজিরা ৪৯.৩ ওভারে ২৮৬ রানে অলআউট হয়। দলের হয়ে একমাত্র হাফসেঞ্চুরির ইনিংস খেলেন মার্নাস লাবুশানে। জবাবে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২৫৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু বাজে জয় ইংল্যান্ডের। অফফর্মে থাকা জনি বেয়ারস্টোকে শূন্য রানে ফেরান মিচেল স্টার্ক। তিন নম্বরে নামা জো রুটও ভালো করতে পারেননি। সেই স্টার্কের দ্বিতীয় শিকারে ব্যক্তিগত ১৩ রানে ফেরেন।

এরপর বেন স্টোকসকে নিয়ে লড়াই চালিয়ে যান ডেভিড মালান। তৃতীয় উইকেট জুটিতে তারা ১০৮ বলে ৮৪ রান করেন। তবে অজি অধিনায়ক প্যাট কামিন্স ৫০ রান করা মালানকে ফেরালে জুটি ভাঙেন। মালান ৬৪ বলে ৪টি চার ও একটি ছক্কা হাঁকান।

আরেক রান খরা কাটানো ব্যাটার জস বাটলার বিদায় নেন এক রান করে। তাকে মাঠ ছাড়া করান অ্যাডাম জাম্পা। দলের ভরসার নাম বেন স্টোকস অনেক চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। ৯০ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৬৪ রান করে জাম্পার শিকার হন। মঈন আলী ৪৩ বলে ৬টি চারে ৪২ রান করে জাম্পার তিন নম্বর উইকেটে পরিণত হন। শেষ দিকে ক্রিস ওকস (৩৩ বলে ৩২)-ডেভিড উইলি (১৫)-আদিল রশিদরা চেষ্টা করলেও জয় পাওয়া হয়নি ইংল্যান্ডের।

অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান অ্যাডাম জাম্পা। এছাড়া দুটি করে উইকেট লাভ করেন স্টার্ক, হ্যাজেলউড ও কামিন্স।

টস হেরে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ১১ রানে ট্রাভিস হেডকে জো রুটের ক্যাচ বানান ক্রিস ওকস। এরপর আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারকে তুলে নেন ওকস। তবে তৃতীয় উইকেট জুটিতে ৭৫ রানর পার্টনারশিপ গড়েন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশানে। কিন্তু আদিল রশিদের বলে ব্যক্তিগত ৪৪ রানে ফেরেন স্মিথ।

মাঝে জস ইংলিশকে দ্রুত ফিরিয়ে নিজের দ্বিতীয় শিকার বানান রশিদ। তবে ভালো খেলতে থাকা লাবুশানে ৩৩তম ওভারে মার্ক উডের বলে কাটা পড়েন। এই ব্যাটার ৮৩ বলে ৭টি চারে ৭১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করে ডেভিড উইলির বলে বোল্ড হন ক্যামেরন গ্রিন। এছাড়া মার্কাস স্টোইনিস ৩৫ ও অ্যাডাম জাম্পা ২৯ রান করেন।

ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান ওকস। দুটি করে উইকেট দখল করেন উড ও রশিদ।

 

এ জাতীয় আরও খবর

শিশুদেরও গোপন কারাগারে রাখতেন হাসিনা, দেওয়া হতো না মায়ের দুধ!

আতিক, পলক ও সাদেক ফের রিমান্ডে

চিটাগংকে দেড় শ’র আগে থামিয়ে দিলো ঢাকা

ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ, বিচার চলতে বাধা নেই

পাপিয়া সারোয়ারকে দেয়া হবে মরণোত্তর সম্মাননা

৯৭তম অস্কার মনোনয়ন ঘোষণা করবেন যারা

এবার কোস্টগার্ড প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

রোহিঙ্গা সংকট সমাধানে ইউএনএইচসিআরের সহযোগিতার আশ্বাস

‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত

একমাত্র গাড়ি নিয়ে ধুঁকছে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর: প্রবাসী কল্যাণ সচিব