‘কঠিন পরীক্ষায়’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ শুক্রবার ইসরায়েল সফরে গেছেন। তার সঙ্গে আছেন ইসরায়েলে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত জ্যাক লিউ। তেল আবিবে তারা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওয়াশিংটন ডিসি ত্যাগ করার পর থেকে এই সফরটি এখন পর্যন্ত মোটামুটি শান্তই রয়েছে। তবে এর গতি আগামী কয়েক দিনে বাড়বে।
মার্কিন এই কূটনীতিক দলটির সামনে কঠিন কাজ রয়েছে- একদিকে ইসরায়েলিদের প্রতি আমেরিকার সমর্থন অব্যাহত রাখতে হবে, অন্যদিকে গাজায় বেসামরিক প্রাণহানি সীমিত রাখতে চাপ দিতে হবে। ফিলিস্তিনি ভূখণ্ডে ধ্বংসযজ্ঞ ইসরায়েলের আরব প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে এবং এই সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে কিভাবে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপন করা যায় সেই সম্পর্কে সামনের দিনগুলোতে তিনি এই অঞ্চলের সব নেতার সঙ্গে আলোচনা করতে চান।
সপ্তাহ শেষে পররাষ্ট্রমন্ত্রী যদি ইসরায়েলের হামলার লাগাম টানার নতুন কোনো আশ্বাস বা প্রমাণ এসব আরব নেতাদের সামনে হাজির করতে না পারেন তাহলে দীর্ঘস্থায়ী কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করাটা তার জন্য কঠিন হবে।