সন্ত্রাস সৃষ্টিকারী জোটকে জনগণ ক্ষমতায় চায় না: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মানুষ আবারো ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট অতীতে ক্ষমতায় ছিল। কিন্তু তারা দেশের জন্য কিছুই করতে পারেনি। আগুন-সন্ত্রাস সৃষ্টিকারী এই জোটকে দেশের মানুষ নতুন করে ক্ষমতায় দেখতে চায় না।’
আজ বুধবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয়া সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক হয়েছেন নিজ যোগ্যতা গুণে। অথচ সাবেক আরেকজন প্রধানমন্ত্রী‘র ছেলে লন্ডনে বসে দেশে আগুন সন্ত্রাস করাচ্ছেন। মানুষ হত্যা করে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছেন।’
বিএনপি- জামায়াতের ডাকা অবরোধের নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, ‘হরতাল, অবরোধের নামে বিএনপি সন্ত্রাস, যানবাহনে আগুন, সাধারণ মানুষ, পুলিশকে হত্যা করছে। তারাই আবার ক্ষমতায় যাবার দিবাস্বপ্ন দেখছে।’
দেশের উন্নয়নচিত্র তুলে ধরে দীপু মনি বলেন, ‘তারা (বিএনপি) তো আগেও ক্ষমতায় ছিল। কই তখন তো দেশের কোনো উন্নয়ন করেনি।
তবে দেশের জন্য যিনি করছেন তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। এবার আপনারাই তফাত খুঁজুন। কোন দলকে ক্ষমতায় দেখতে চায় দেশবাসী।’
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মো. ইউসুফ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সহ সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।
সমাবেশের শুরুতে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার শতাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।