মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চবিতে চতুর্মুখী সংঘর্ষের পর দুই হলে তল্লাশি, আটক ৫

news-image

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের (চবি) ছাত্রলীগের চারটি পক্ষের দুইটি পৃথক সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশ। তল্লাশি চালানো হল দুটি হলো শাহ আমানত ও শাহ জালাল আবাসিক হল। এতে পাঁচজন বহিরাগত ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ও শুক্রবার রাতে দুই দফা সংঘর্ষে জড়ায় চবি ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইন। এছাড়াও শুক্রবার সন্ধ্যা সাতটায় বিজয় গ্রুপ ও চবি ছাত্রলীগের সভাপতির অনুসারীরা সংঘর্ষে জড়ায়। এসব ঘটনার প্রেক্ষিতে শুক্রবার রাত ১০টায় দুটি হলে তল্লাশি শুরু হয়। চলে সাড়ে ১১টা পর্যন্ত। তল্লাশি চলাকালে শাহ আমানত হল থেকে পাঁচ বহিরাগত ব্যক্তি ও শাহজালাল হল থেকে একটি রামদা, কয়েকটি লাঠি, লোহার রড ও স্টাম্প উদ্ধার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, আটক পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের হাটহাজারী থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিবদমান সিক্সটি নাইন গ্রুপের দখলে আছে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল। অন্যদিকে সিএফসি গ্রুপের দখলে আছে শাহ আমানত হল। যে হল থেকে বহিরাগতদের আটক করা হয়েছে সে হলটি নিয়ন্ত্রণ করেন সিএফসি গ্রুপের নেতা ও চবি শাখা ছাত্রলীগের সহসভাপতি মির্জা খবির সাদাফ। জানতে চাইলে তিনি বলেন, ‘যারা বহিরাগত হিসেবে আটক করা হয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসেছিল। এরা সবাই সিএফসি গ্রুপের অনুসারীদের আত্মীয়। বিশ্ববিদ্যালয়ের হলে কারো আত্মীয় বেড়াতে আসা স্বাভাবিক।

এ জাতীয় আরও খবর

ডিমের বাজার অস্থির করপোরেট তেলেসমাতিতে

চলতি মাসেই সর্বজনীন পেনশনের হিসাবে জমা হবে মুনাফা

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩ বিচারকের সমন্বয়ে আইসিটি পুনর্গঠন, এ মাসেই বিচার কার্যক্রম শুরু

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

পলিথিন নিষিদ্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরা

‘আগের চেয়ে ভালো’ বিপিএলের প্রতিশ্রুতি ফারুকের

এইচএসসির ফল: যেভাবে পাবেন নম্বরসহ মার্কশিট

ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস

ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে : ডা. জাহিদ

যে কারণে চাকরিতে প্রবেশে ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ