বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ম্যাচ পরিত্যক্ত
স্পোর্টস ডেস্ক : বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল ম্যাচের আগেই। তা সত্যি হয়ে ধরা দিল ম্যাচে। একদফা বৃষ্টির পর মাঠে খেলা গড়ালেও দ্বিতীয় দফা বৃষ্টির পর আর সেটি সম্ভব হয়নি। তাই, পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
এদিন টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন দাস। বাংলাদেশ সময় বিকেল ২টায় শুরু হয় ম্যাচ। নিউজিল্যান্ডের হয়ে ব্যাট করতে নামেন ফিন অ্যালেন ও উইল ইয়ং। তবে ৪.৩ ওভার খেলার পরই নামে বৃষ্টি। সে সময় বিনা উইকেটে ৯ রান ছিল কিউইদের। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয় খেলা।
বৃষ্টির পরপরই কিউই শিবিরে জোড়া আঘাত করেন মোস্তাফিজুর রহমান। সপ্তম ওভারের প্রথম বলেই কিউই শিবিরে আঘাত হানেন মোস্তাফিজ। তার বলে ফিন অ্যালেন খোঁচা দিলে উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ ধরেন নুরুল হাসান সোহান। নবম ওভারে আবারও মোস্তাফিজের আঘাত। এবারও উইকেটের পেছনে ক্যাচ ধরেন সোহান। মাত্র ১ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন চাদ বোয়েস। ১৬ রানে দুই উইকেট হারানোর পর জুটি গড়েন উইল ইয়ং ও হেনরি নিকোলস। তাদের ৯৭ রানের জুটি ভাঙেন সেই মোস্তফিজই। ৪৪ রান করা নিকোলসকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি।
এরপর দেখা যায় নাসুম ‘শো’। দলীয় ৩১তম এবং ব্যক্তিগত সপ্তম ওভারের দ্বিতীয় বলে ফেরান ৫৮ রান করা ইয়ংকে। তার বলে সামনে এসে মারতে গিয়ে মিস করেন ইয়ং। দুর্দান্ত স্ট্যাম্পিং করেন সোহান। ওই ওভারের চতুর্থ বলে রাচিন রবিন্দ্রকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন নাসুম। ৩৪তম ওভারের ৪ বল হতেই আবারো নামে বৃষ্টি। নিউজিল্যান্ডের রান তখন ৫ উইকেট হারিয়ে ১৩৬। সেই বৃষ্টি কয়েকবার থামার ইঙ্গিত দিলেও একসময় নামে ঝুম বৃষ্টি। পরে ম্যাচ পরিত্যক্ত করতে বাধ্য হন আম্পায়ারা।
এদিন দারুণ লাইন-লেন্থের সঙ্গে উইকেট থেকে টার্ন ও বাউন্স আদায় করে নেন নাসুম আহমেদ। শুরু থেকেই তার বল খেলতে সমস্যা হচ্ছিল নিউজিল্যান্ডের ব্যাটারদের। ৮ ওভার বল করা নাসুম ৩ ওভারই দিয়েছেন মেডেন। ২ উইকেট নিয়ে রান দিয়েছেন মাত্র ২১। ৭ ওভারে ১ মেডেনসহ ২৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান।
এদিন বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন লিটন দাস। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান বিশ্রামে থাকায় দায়িত্ব ওঠে লিটনের কাঁধে। এ ম্যাচে বাংলাদেশ একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। সাকিব ছাড়াও বিশ্রামে আছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদরা। ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ। বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার প্রায় আড়াই বছর পর ফিরেছেন। তিনি এই ফরম্যাটে সবশেষ ২০২১ সালে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই খেলেছিলেন।