মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সন্ত্রাসীরা যা খুশি করুক, আমার স্বামীর তো দোষ ছিল না’

news-image

নিউজ ডেস্ক : নির্মম নিয়তির শিকার আইনজীবী ভুবন চন্দ্র শীল (৫৫)। অফিস থেকে বাসায় ফেরার পথে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ভুল নিশানায় ভুবনের শরীরে লাগে। এতে লাইফ সাপোর্টে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। রাজধানীর একটি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) ২৪ নম্বরে অচেতন অবস্থায় রয়েছেন। আর বাইরে বসে তার (ভুবন) অপেক্ষায় স্ত্রী রত্না রানী শীল ও মেয়ে ভূমিকা শীল। তবে ভুবনের কোনো নিশ্চয়তা দিচ্ছেন না চিকিৎসকরা। দুদিনেও তার স্বাস্থ্যের কোনো উন্নতি নেই।

বুধবার রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালের দ্বিতীয় তলায় সিসিইউয়ের সামনে সিঁড়িতে মলিন মুখে ভুবনের স্ত্রী ও মেয়েকে অপেক্ষা করতে দেখা যায়। সেখানে কথা হয় তার স্ত্রী নোয়াখালীর অরুনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সমাজ–বিজ্ঞান বিভাগের শিক্ষিকা রত্না রানী শীলের সঙ্গে।

কান্না জড়িত কণ্ঠে তিনি সমকালকে বলেন, এখানে স্বামীর জন্য অপেক্ষার প্রতিটি মিনিট যেন বছরের সমান লাগছে। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, সন্ত্রাসীরা যা করে করুক, সেটা নিয়ে তো আমাদের কিছু না। তারপরও কি সাধারণ পথচারী হিসেবে নিরাপদে একটু চলাফেরাও করতে পারব না? আমার স্বামীর তো কোনো দোষ ছিল না, সে এসবের কিছুই জানে না। তাহলে তার কেন এই ঘটনার ভুক্তভোগী হতে হলো। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

তিনি বলেন, রাজধানীর বারিধারা এলাকার গোমতী টেক্সটাইল লিমিটেডের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কর্মরত ভুবন। ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে অফিস থেকে বের হওয়ার সময় তার সঙ্গে সর্বশেষ কথা হয়। এর একটু পর আবারও ভিডিও কলে ফোন দিয়ে মেয়েকে দেখতে চায়। কিন্তু মেয়ে ঘুমিয়ে ছিল বলে কথাও হয়নি, দেখাও হয়নি। কথা বলার জন্য অনেকবার বলেছিল। কিন্তু আমি ১০টার দিকে ভিডিও কল করতে বলি। মেয়ে এখন ঘুমিয়ে আছে, দেখা যাবে না। কিন্তু ভুবন কিসের জন্য মেয়েকে এভাবে দেখতে চেয়েছিল, সেটা এখন বুঝছি। কেন মেয়েকে ওই সময় দেখালাম না, নিজেকে সেই বুঝ দিতে পারছি না।

রত্না বলেন, গত সোমবার রাত থেকে চোখে কোনো ঘুম নেই। সেদিন রাত ১০টার দিকে খবর পাই ভুবন হাসপাতালে ভর্তি। ওই রাতেই ছোট ভাই তাপস মজুমদার ও একমাত্র মেয়ে ভূমিকাকে সঙ্গে নিয়ে ঢাকায় ছুটে আসি। ঢাকায় যখন পৌঁছেছি তখন রাত তিনটা। ঘটনার পর দুই হাসপাতাল ঘুরে পপুলারের হাসপাতালে ভুবনকে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে অজ্ঞান অবস্থায় এসে তাকে পেয়েছি। তার সঙ্গে কোনো কথা হয়নি। সেই সোমবার রাত থেকে এখন পর্যন্ত একটু পর পর গ্লাস দিয়ে দেখছি, তিনি ঘুমিয়ে আছেন। কোনো নড়াচড়া নেই। ভুবন যদি একটু নড়াচড়া করতো, তাহলে একটু শান্তি পেতাম। কিন্তু ভুবন তো কোনো নড়াচড়া করছেন না। এছাড়া চিকিৎসকরাও কোনো নিশ্চয়তা দিচ্ছেন না।

সোমবার রাতে পৌনে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনের গাড়ি ঘিরে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ সময় মামুন গাড়ি থেকে বেরিয়ে দৌড় দিলে তাকে পিছু নিয়ে এলোপাতাড়ি কোপায় সন্ত্রাসীরা। আর তাদের ছোড়া গুলি মোটরসাইকেল আরোহী ভুবন ও পথচারী আরিফুল হক ইমনকে বিদ্ধ করে। এর মধ্যে সন্ত্রাসী মামুন ও আরিফুল চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তবে আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে ভুবন।

রত্না রানী বলেন, আমি চাকরি করি বলে, একসঙ্গে ঢাকায় থাকা হয় না। এছাড়া আমার শাশুড়ি গ্রীরীবাল শীল দীর্ঘদিন ধরে অসুস্থ। এদিকে মেয়ে ভূমিকা এইচএসসি শেষ করে নোয়াখালী মহিলা কলেজে অনার্সে ভর্তির সুযোগ পেয়েছে। স্ট্রোকের রোগী শাশুড়িকে ভুবনের অসুস্থতার কথা বলতে পারিনি। স্কুলের কাজের কথা বলে বাড়ি থেকে এসেছি। এখন শাশুড়িকেও কোনো বুঝ দিতে পারছি না। তিনি এই অবস্থার কথা শুনলে স্ট্রোক করে মারা যাবেন।

গত সোমবার রাত থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত হাসপাতালের বিল এসেছে ৯৩ হাজার টাকা। এদিকে স্বামীকে নিয়ে চিন্তা, অন্যদিকে টাকা খরচ হচ্ছে। তারপরও যদি চিকিৎসকরা একটু ভরসা দিতেন। তাহলেও মনকে বুঝ দিতে পারতাম।

এ জাতীয় আরও খবর

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কার্যকরী কমিটিতে মোহাম্মদ রিপন মিয়া মুন্সি

পুষ্পা টু’র আয়ে অবিশ্বাস্য রেকর্ড

‘ঋতুপর্ণার বাড়িতে নাকি ছিল ফেরদৌস, তেমনই শুনলাম’

বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো আয়ারল্যান্ড

শীর্ষে উঠে গেল সাউথ আফ্রিকা, ফাইনালে যাচ্ছে না ভারত!

সরকার পতনের পরেই সিরিয়া ফুটবলে জার্সি ও লোগো পরিবর্তন

আসাদের পতনে বিপদে ইরান, সামনে কী?

শুরুর আগেই স্থগিত ৪৭তম বিসিএসের আবেদন

সোনার দাম বেড়েছে ভরিতে ১৬৬৬ টাকা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী ভারত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বিআইডিএস গবেষণা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮ শতাংশ গ্র্যাজুয়েট বেকার