মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের পদত্যাগ সময়ের ব্যাপার মাত্র: মির্জা আব্বাস

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আইয়ুব খান জুলুম করে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, আপনিও (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) পারবেন না। এই সরকারের পদত্যাগ অপসারণ সময়ের ব্যাপার মাত্র। আমরা সারা দেশে কঠোর আন্দোলন করব। এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব। আপনারা তৈরী হন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘দেশে গণতন্ত্র কায়েম করতে হলে, গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমরা শুধু এখানে নয়, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কোথাও রোড মার্চ হচ্ছে কোথাও জনসভা হচ্ছে, কোথাও বিভিন্ন এলাকায় আলোচনা করা হচ্ছে, একটাই মাত্র কারণ, এই অবৈধ হাসিনার সরকারের পতন করানো। এই যে হাসিনার অবৈধ রাজত্ব, তা আর চলতে দেয়া যায় না। তার জন্য আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হবে। এর জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’

তিনি বলেন, ‘কয়েক দিন আগে আমানকে গ্রেপ্তার করে জেল দিলো, তাকে গ্রেপ্তার করতে হবে। আমাদের নেত্রীবৃন্দকে বিভিন্নভাবে জেলে আটকে রাখা হয়েছে। আজকে দেশে চোর ডাকাতের বিচার নাই, চোর ডাকাতদের খবর নাই, বিচার হয় শুধু বিএনপি নেতা-কর্মীদের। বিএনপির নেতা কর্মীদের বিচার কেন হবে? দেশকে ভালোবাসে তারা, এটাই কি তাদের অপরাধ?’

তিনি আরও বলেন, ‘হাসিনা সরকারের একটাই কথা আমি ক্ষমতায় থাকতে চাই। ক্ষমতার বড়ই মজা। আপনি ভাবসেন পুলিশ প্রশাসন দিয়ে গ্রেপ্তার করাবেন, আর কোটে বিচার করে নেতা-কর্মীদের শাস্তি দিবেন, এইভাবে হয় না।

সরকার পতনের একদফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের জিনজিরায় সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। বেলা আড়াইটায় জিনজিরা বিএনপি পার্টি অফিসের সামনে এ সমাবেশ করা হয়। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিনজিরা পার্টি অফিসের আশপাশে জড় হতে শুরু করে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়। সমাবেশে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, আমান পুত্র ইরফান ইবনে অমি, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, নাজিম মাস্টার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অধ্যাদেশ জারি: বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল

আজমির শরিফে গিয়ে বিচার চাইলেন অভিনেত্রী শ্রাবন্তী

পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

পরিবহন খাতের মাফিয়া ছিল শাজাহান খান গং

চাঁদা ও দখলবাজি রোধে হিমশিম খাচ্ছে বিএনপি

ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপড়েন

সহিংসতায় উত্তপ্ত মণিপুরের বর্তমান অবস্থা সম্পর্কে যা জানা গেলো

আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার

হাত ধোয়ার জন্য ফের ২০ কোটি টাকা আবদার!

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির উসকানির অভিযোগে হৃদয় গ্রেফতার

বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল

এইচএসসির ফল কবে জানে না বোর্ড, প্রস্তাবনার অনুমোদনও মেলেনি