বিএনপিতে ১১ নেতার পদোন্নতি: ঢাকা মহানগরে দুই ভারপ্রাপ্ত
নিজস্ব প্রতিবেদক : বিএনপির ১১ নেতাকে জাতীয় নির্বাহী কমিটির বিভিন্ন পদে পদোন্নতি দিয়েছে দলটি। আজ শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই পদোন্নতির কথা জানানো হয়।
দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে পদোন্নতি দেওয়া হয়েছে।