রোহিত ভাই স্বপ্নের উইকেট : তানজিম
স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে তানজিম সাকিবের সুযোগটি কুড়িয়ে পাওয়া। পেসার এবাদত হোসেন ইনজুরিতে পড়ায় এই তরুণকে এশিয়া কাপের দলে যুক্ত করে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের কথা মাথায় রেখে তার অভিষেকও করানো হয়েছে।
ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে দারুণ বোলিং করে ওই অভিষেকে রাঙিয়েছেন ডানহাতি এই পেসার। জানান দিয়েছেন, চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত।
ইনিংসের প্রথম ওভারে তানজিম তুলে নেন ভারতীয় ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মাকে। এরপর সুইংয়ে বোল্ড করেন অভিষিক্ত তিলক ভার্মাকে। শেষ ওভারেও রান চেক দিয়ে দলকে জয় এনে দিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই তরুণ।
ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘প্রথম উইকেট রোহিত ভাই, এটা স্বপ্নের উইকেট। আমি লাইন ও লেন্থে মনোযোগ দিয়ে বোলিং করেছি। দলের লম্বা স্পেলে বোলিং দরকার ছিল, আমি মানসিকভাবে এর জন্য প্রস্তুত ছিলাম।’
শেষ ওভার নিয়ে তানজিম সাকিব বলেন, ‘শেষ ওভারে ৮ রান দরকার ছিল। সেজন্য আমি ইয়র্কার দেওয়ার চেষ্টা করি। ভারতের বিপক্ষে খুব ভালো একটি জয় নিয়ে আমরা ফিরতে পারছি।’