মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঘুমের মধ্যে মারা গেছেন বলে নিশ্চিত করেন চলচ্চিত্র পরিচালক অপূর্ব রানা।

তিনি বলেন, আজকে দুপুরে সোহান ভাই ঘুমিয়ে ছিলেন। বিকেল বেলা তাকে ডাকতে গেলে দেখা যায় যে, তিনি উঠছেন না। এরপর তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কিছুক্ষণ আগে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, গতকাল উনার স্ত্রী মারা গেছেন। তিনি হয়তো সে শোক নিতে পারেননি। কিছুদিন পরেই চিকিৎসার জন্য উনার (সোহানুর রহমান সোহান) জাপান যাওয়ার কথা ছিল কিন্তু আর হলো না।

এর আগে গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন সোহানুর রহমান সোহানের স্ত্রী।

বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।

সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালবাসা।

সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দু‘বার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। সোহানুর রহমান সোহান শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন।

এ জাতীয় আরও খবর

ডিমের বাজার অস্থির করপোরেট তেলেসমাতিতে

চলতি মাসেই সর্বজনীন পেনশনের হিসাবে জমা হবে মুনাফা

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩ বিচারকের সমন্বয়ে আইসিটি পুনর্গঠন, এ মাসেই বিচার কার্যক্রম শুরু

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

পলিথিন নিষিদ্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরা

‘আগের চেয়ে ভালো’ বিপিএলের প্রতিশ্রুতি ফারুকের

এইচএসসির ফল: যেভাবে পাবেন নম্বরসহ মার্কশিট

ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস

ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে : ডা. জাহিদ

যে কারণে চাকরিতে প্রবেশে ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ