ঝড়ো ফিফটি করে ফিরলেন রোহিত-গিল
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল ঝড়ো ফিফটি করে আউট হয়েছেন।
ভারত ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৪ রানে খেলছে। ক্রিজে আছেন বিরাট কোহলি ও ইনজুরি কাটিয়ে একাদশে ফেরা কেএল রাহুল।
ওপেনার রোহিত শর্মা ৪৯ বলে ছয়টি চার ও চারটি ছক্কার শটে ৫৬ রান করে আউট হয়েছেন। গিলের সঙ্গে ১৬.৪ ওভারে ১২১ রানের জুটি দিয়েছেন তিনি। পরেই আউট হওয়া গিল ৫২ বলে ১০ চারের শটে ৫৮ রানে ফিরেছেন।
ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ইশান কিশান, হার্ডিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।