কারাবন্দি বিএনপি নেতা সালাউদ্দিন হৃদরোগে আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক : বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ কারাগারে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় হৃদরোগে আক্রান্ত হন। তাকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়, পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়েছে।
বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত ৩ আগস্ট দুপুরে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকার প্রবেশ মুখে বিএনপি অবস্থান কর্মসূচির সময়ে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ডিএমপির বিভিন্ন থানায় ১১টি মামলা করে পুলিশ। তার মধ্যে চারটি মামলায় আসামি বিএনপির এই নেতা।