সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াত আবারও আগের রূপে ফিরতে চাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি ২০১৩-১৪ সালে আন্দোলনের নামে বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে। এমনকি জীবজন্তুকেও তারা ছাড় দেয়নি। বিএনপি-জামায়াত আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন হাসপাতাল তৈরি করে মানুষের শুশ্রূষা করেছেন। বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্যই এটা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বের) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি-জামায়াতের জন্য আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করা নতুন কিছু নয়। এরা এর আগেও সারাদেশে আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করেছিল। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আবারও আগের রূপে তারা ফিরতে চাচ্ছে। তবে যারা এই অপকর্মগুলো করছেন তাদের চিহ্নিত করে শিগগিরই আইনের আওতায় আনা হবে। যে কোনো ধরনের অশুভ শক্তিকে মোকাবিলা করতে ও সব ধরনের নাশকতা রোধে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

মাদকের বিষয়ে তিনি বলেন, আমাদের দেশে মাদক তৈরি হয় না। পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত দিয়ে মাদক আমাদের দেশে ঢুকছে। যদিও বর্ডার গার্ড ও কোস্ট গার্ড অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে তারপরও মাদক আসছে। মিয়ানমার থেকে ইয়াবা এবং ভারত থেকে ফেনসিডিল আসছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তবে মিয়ানমারের সঙ্গে কথা বলেও কোনো সুফল মিলছে না। আমরা আমাদের কোস্ট গার্ড ও বর্ডার গার্ডকে আরও শক্তিশালী করছি। ইতোমধ্যে বিজিবিকে শক্তিশালী করতে তাদের হেলিকপ্টার কিনে দিয়েছি। নতুন প্রজন্মকে যদি মাদকের ছোবল থেকে রক্ষা করতে না পারি, তবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এই জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

এ সময় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

রংপুর মেডিকেল কলেজ কমপ্লিট শাট ডাউন ঘোষণা

চলতি মাসেই লঘুচাপ পরিণত হতে পারে নিম্নচাপ-ঘূর্ণিঝড়ে, নামবে শীত

ট্রাম্পের ঘাঁটিতে জনমত জরিপে এগিয়ে কমলা

মেট্রোরেলের এমআরটি কার্ড ইস্যু ও রি-ইস্যু শুরু

গৃহবধূকে গুলি করা মাদক কারবারি জাদু সুমন গ্রেপ্তার

বকেয়া পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়নি : আদানি গ্রুপ

চাল আমদানিতে ফের করভার কমালো সরকার

সংবিধান সংস্কারে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত নেবে কমিশন

বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না: ফখরুল

অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৮০০ কোটি টাকা

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১৩০৬ জন আক্রান্ত

পরিবর্তন আনতে তরুণদের স্বপ্ন দেখতে বললেন ড. ইউনূস