লড়াই শেষ, দু’জনার পথ দুটি দিকে: রোনালদো
স্পোর্টস ডেস্ক : বিরহের সুরে গাওয়া ‘দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে’র মতো ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির মধ্যে চলা ১৫ বছরের প্রতিদ্বন্দ্বীতার পথও বেঁকে গেছে। একজন সৌদি আরবের আল নাসরে যোগ দিয়েছেন। অন্যজন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে।
তাদের এই পথ বেঁকে যাওয়া ভক্তদের জন্য মন খারাপের। তবে যে অধ্যায়ের শুরু আছে তার শেষ লেখাও অনিবার্য। রোনালদোও মনে করেন, উপভোগ্য লড়াই শেষ হয়েছে। এখন তারা ভিন্ন পথ বেছে নিয়েছেন। ওই পথেও হাঁটছেন ঠিকভাবে। তাদের লড়াই থেকে ফুটবলের প্রাপ্তি হলো, তারা ইতিহাস বদলে দিতে পেরেছেন।
জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া রোনালদো সাক্ষাৎকারে বলেছেন, ‘সে (মেসি) তার পথ বেছে নিয়েছে, আমি আমারটা। যদিও আমরা ইউরোপের বাইরে খেলছি, আমি দেখছি যে, সে ঠিক পথেই আছে। আমিও আমারটা ঠিকঠাক করছি। ফুটবলে আমাদের গল্পটা অব্যাহত আছে। আমরা একই মঞ্চ ১৫ বছর ভাগাভাগি করেছি। বলছি না, আমরা বন্ধু। তবে পেশাগত কারণে অবশ্যই সতীর্থ এবং আমাদের একে-অপরের প্রতি সম্মান আছে।’
রোনালদো বলে এসেছেন যে, মেসির সঙ্গে তার কোন লড়াই নেই। এবার বললেন কিছু যদি থেকেও থাকে এখন তা শেষ, ‘আমি রোনালদোকে ভালোবাসলে মেসিকে অপছন্দ করা মোটেও উচিত নয়। আমরা একসঙ্গে ফুটবলের ইতিহাস বদলে দিয়েছি। আমাদের মধ্যকার লড়াই শেষ। বিশ্বজুড়ে আমাদের দু’জনকেই মানুষ সম্মান করে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
রোনালদো ক্যারিয়ারের রেকর্ড ৮৫০তম গোলের দেখা পেয়েছেন। এটা দারুণ অর্জন উল্লেখ করে এই পর্তুগিজ জানিয়েছেন, আরও চান তিনি, ‘এটা ঐতিহাসিক অর্জন। আমি নিজেও বিস্মিত। তবে আমি আরও চাই, শীর্ষে থেকে শেষ করতে চাই। এই অর্জনের জন্য যারা আমাকে সহায়তা করেছেন- ক্লাব, সতীর্থ, কোচ সকলকে ধন্যবাদ।’