ইউক্রেনের নদী বন্দরে রুশ ড্রোন হামলা, নিহত ১
অনলাইন ডেস্ক : ইউক্রেনের সীমান্তবর্তী ইজমাইল এলাকার গুরুত্বপূর্ণ একটি নদী বন্দরে ড্রোন হামলা করেছে রাশিয়া। এতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতের ওই হামলায় কৃষি অবকাঠামো ও বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ওডেসা প্রদেশের গভর্নর ওলেহ কিপার। খবর বিবিসির
ইউক্রেন দাবি করছে, হামলার সময় রুশ ড্রোন রোমানিয়ার ভূখণ্ডে অবতরণ করে। তবে প্রতিবেশী দেশটি এ দাবি প্রত্যাখ্যান করেছে। চলতি সপ্তাহের শুরুতেও ইজমাইল বন্দরে হামলা চালিয়ে ইউক্রেনের পণ্য রপ্তানিতে বাধা দেয়ার চেষ্টা করে রাশিয়া।