বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

জামিন পেলেন সাবেরা আমান

news-image

আদালত প্রতিবেদক : দুর্নীতির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান জামিন পেয়েছেন। আপিল বিভাগের চেম্বার আদালত ১৫ জানুয়ারি পর্যন্ত তাঁকে অন্তবর্তীকালীন জামিন দেন। মঙ্গলবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দিয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম। তিনি জানান, অসুস্থ বিবেচনায় আদালত তাঁকেজামিন দিয়েছেন।

এর আগে ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে রোববার আত্মসমর্পণ করেন সাবেরা আমান। উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন বিচারক।

জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের মামলায় ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন আমান উল্লাহ আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত।

ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা। ২০১০ সালের ১৬ আগস্ট তাদের খালাস দেন আদালত। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক।

২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের রায় বাতিল করে আপিলটি আবার শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। ৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।

উচ্চ আদালতের রায়ে বলা হয়, রায়ের অনুলিপি পৌঁছানোর ১৫ দিনের মধ্যে আমান দম্পতিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। ২৭ আগস্ট বিশেষ জজ আদালত-১ এ পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পৌঁছে। এরপর তিনি আত্মসমর্পণ করেন।

এ জাতীয় আরও খবর

নির্বাচন ঘিরে পুলিশকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

পাঁচ প্রকল্পে বিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

হার না মানা উদ্ধার অভিযানে ‘নতুন জীবন’ পেলেন ৪১ শ্রমিক

ম্যাক্সওয়েল ‘শো’তে ভারতের পাহাড় টপকালো অস্ট্রেলিয়া

তারেককে অপছন্দকারীরা নির্বাচনে আসতে নতুন প্ল্যাটফর্ম তৈরি করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

এখনো সুষ্ঠু নির্বাচনের সুযোগ আছে : নজরুল ইসলাম

টাইব্রেকারে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ করে ফাইনালে জার্মানি

অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড

যুদ্ধাপরাধ : বাগেরহাটের ৭ জনের রায় বৃহস্পতিবার

প্রথম দিন শেষে টিকে থাকল বাংলাদেশ

৩০০ আসনেই কি নৌকার প্রার্থী, যা জানালেন ওবায়দুল কাদের