মিরাজ-শান্তর সেঞ্চুরিতে রেকর্ড রান বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : ফ্ল্যাট উইকেটে বড় রানের ভিত্তি টপ অর্ডারকে গড়ে দিতে হয়। প্রাণহীন লাহোরের উইকেটে সেখানে বাংলাদেশ নামে মেকশিফট ওপেনার নিয়ে। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ওই মেকশিফট ওপেনার মেহেদী মিরাজই পার্থক্য গড়ে দিয়েছেন। সেঞ্চুরি করেছেন তিনি। তার সঙ্গে জুটি গড়া নাজমুল শান্তও সেঞ্চুরি পেয়েছেন। বাংলাদেশ পেয়েছে ৫ উইকেটে ওয়ানডেতে নিজেদের তৃতীয় সর্বোচ্চ ৩৩৪ রানের সংগ্রহ।