৪ উইকেট হারিয়ে কাঁপছে ভারত
স্পোর্টস ডেস্ক : ক্যান্ডিতে ভারত-পাকিস্তান মহারণে টস জিতে ব্যাটিং নিয়েছেন রোহিত শর্মা। খেলা চার ওভার হতেই বৃষ্টি নামে। এরপর টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। একে একে ফিরে যান রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ার। ১২তম ওভারে আবার বৃষ্টি নামে। এরপর খেলা শুরু হতেই আউট হয়েছেন শুভমন গিল।
ভারত ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮১ রানে ব্যাট করছে। ৪৮ রানে তৃতীয় ও ৬৬ রানে চতুর্থ উইকেট হারায় রাহুল দ্রাবিড়ের দল। ক্রিজে আছেন পাঁচে নামা ইশান কিষাণ ও ছয়ে নামা হার্ডিক পান্ডিয়া।
এর আগে ভারতের ওপেনার রোহিত শর্মা ১১ রান করে শাহিন আফ্রিদির বলে বোল্ড হন। তিনে নামা বিরাট কোহলি ৩ রান করে বোল্ড হন শাহিনের বলে। এরপর শ্রেয়াসকে ক্যাচে পরিণত করেছেন হ্যারিস রউফ। তিনি ১৪ রান করেন। পরে রউফ ফিরিয়েছেন ৩২ বলে ১০ রান করা ওপেনার শুভমন গিলকে।
আবহাওয়ার পূর্বাভাসে ক্যান্ডিতে শনিবার দিনভর বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। ম্যাচ চলাকালীন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা ৬০ থেকে ৭০ শতাংশ। ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর ১৯ ঘণ্টা আগে একাদশ ঘোষণা করে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। আসরের প্রথম ম্যাচে ভারত খেলছে তিন পেসার নিয়ে। দলে ফিরেছেন জাসপ্রীত বুমরাহ। এছাড়া পাঁচে ব্যাটিংয়ের চিন্তায় একাদশে রাখা হয়েছে ইশান কিষাণকে।
ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদব।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।