এবার চঞ্চলের নায়িকা স্বস্তিকা
বিনোদন ডেস্ক : টলিউটের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এখন বলিউডেই বেশি কাজ করছেন। কলকাতার বাংলা ছবিতে তাকে কম দেখা যাচ্ছে। অনেক দিন পর আবার বাংলা ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি, তবে সে ছবি কলকাতার নয়, বাংলাদেশের। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে তিনি অভিনয় করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, চঞ্চল চৌধুরীর বিপরীতে ছবি করতে রাজি হয়েছেন স্বস্তিকা। প্রযোজক নাকি ইতোমধ্যেই অগ্রিম সম্মানি দিয়েছেন অভিনেত্রীকে। তবে চঞ্চলের ডেট পেতে নাকি অসুবিধা হচ্ছে। তাই এখনও শুটিংয়ের সময় চূড়ান্ত হয়নি। সম্ভবত নভেম্বরে শুরু হবে ছবিটির শুটিং। ছবিটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি না, তা এখনো জানা যায়নি।
এই মুহূর্তে কলকাতায় রয়েছেন স্বস্তিকা। এখন নাকি এক মাসের বিরতি। তবে শরীরে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তাই আগামী সপ্তাহেই নাকি হবে অস্ত্রোপচার। এক মাস বিশ্রাম নেওয়ার পর আবারও কাজে ফিরবেন অভিনেত্রী।