সরকার পতন করে গণতন্ত্র প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য : বিএনপি
নিজস্ব প্রতিবেদক : সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই বিএনপির প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নেতারা। আজ শুক্রবার দলটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে নেতারা এ কথা বলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে আবদুল মঈন খান বলেন, ‘আমরা এই শোভাযাত্রা করলেও আমাদের মূল লক্ষ্য একদফা আন্দোলন। একদফা আন্দোলনের মাধ্যমে আজকে বাংলাদেশে যে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার এদেশের মানুষের ওপর চেপে বসেছে তাকে বিদায় করতে হবে।’
তিনি আরও বলেন, ‘মনে রাখতে হবে বিএনপি কেনো সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনিই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল। আজকে আওয়ামী লীগ সরকার এদেশে অলিখিত বাকশাল মানুষের ওপরে হামলা-মামলা, জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন ও গুম-খুন দিয়ে তাদের ক্ষমতাকে তারা দীর্ঘস্থায়ী করতে চায়। কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না।’
মঈন খান আরও বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কর্মসূচি আমরা প্রতিনিয়ত অনুসরণ করে রাজপথে আন্দোলনের মাধ্যমে এই অগণতান্ত্রিক সরকারকে বিদায় দিয়ে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। এটাই আজকে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ।’
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাকশালীরা এদেশের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। জিয়াউর রহমান দেশে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার জন্য এই দল (বিএনপি) সৃষ্টি করেছিল। যে গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত লড়াই করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এখন আবার আন্দোলন শুরু হয়েছে গণতন্ত্র ফিরে পাবার জন্য। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।
বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘আজকে সাধারণ মানুষের জীবনযাত্রায় দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই সরকারের দল হলো বাংলাদেশের কোটিপতিরা। আমরা এই সরকারের পরিবর্তন চাই। আমরা এদেশে কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ মানুষ, বেকার যুবক তাদের সরকার প্রতিষ্ঠা করতে চাই। আর সেজন্য একদফা দাবি আদায় করতে হবে। এর কোনো বিকল্প নাই।’
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার সরকার অন্তিম অবস্থায়। উনি এখন হয়েছেন পুষ্টিবিজ্ঞানই। উনি বলেছেন ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখতে। উনি কাঁচামরিচ শুকিয়ে ফ্রিজে রেখে খেতে বলেছেন। উনি মাংসের বার্গার খেতে নিষেধ করে, কাঁঠালের বার্গার খেতে বলেছেন। উনি বলেছেন বেগুনের বেগুনি খাবেন না, মিষ্টি কুমড়ার বেগুনি খাবেন। তাহলে সব পাস করা পুষ্টিবিজ্ঞানই সবাই এখন রিটায়ার্ডে চলে গেছেন। শেখ হাসিনা পুষ্টিবিজ্ঞানই হয়েছেন। কারণ, উনার কোনো বৈধতা নাই তাই আবোল তাবোল মেনু দিচ্ছেন খাওয়ার জন্য।
রিজভী আরও বলেন, ‘আজকে ছাত্রলীগের একটি সমাবেশ হয়েছে সারা দেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে আপনি (প্রধানমন্ত্রী) লোক এনেছেন। তাই আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের হয়তো অনেক মূল্য দিতে হবে। এই মূল্য ত্যাগ স্বীকার করেই আমাদের চূড়ান্ত লক্ষ্য, আমাদের চূড়ান্ত আঘাত এই অবৈধ সরকারের বিরুদ্ধে আনতে হবে। এই প্রত্যয় নিয়েই আপনারা বাড়ি ফিরে যাবেন।’
আজ দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড় আকৃতির জাতীয় পতাকা ও দলীয় পতাকার পাশাপাশি নানা রঙের গেঞ্জি গায়ে, টুপি মাথায় দিয়ে, রঙ- বেরঙের ব্যানার- ফেস্টুন, জিয়াউর রহমান-খালেদা জিয়া-তারেক রহমানের প্রতিকৃতিসহ বাদ্যযন্ত্রসহ রাজধানীতে বড় ধরণের বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি।
আজ বিকেল চারটায় এই শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, মুন্সীগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা উপলক্ষে জুমার নামাজের পর বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকে। বিএনপি, মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল, মৎস্যজীবীদল, তাঁতীদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, জাসাস, ছাত্রদল, বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতিতে নাইটেঙ্গল রেস্তোরা থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত গোটা সড়ক জুড়ে ছিল মিছিল। নেতাকর্মীদের অংশগ্রহণে তিল পরিমাণ ঠাঁই ছিল না।
শোভাযাত্রাটি ফকিরাপুল মোড়-নটরডেম কলেজ-মতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রার নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শোভাযাত্রার আগে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও উত্তর শাখার সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় নেতারা বক্তব্য দেন।
শোভাযাত্রা আগে সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম আজাদ, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান, কৃষক দলের হাসান জাফির তুহিন, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েলসহ আরও অনেকে।
শোভাযাত্রায় খোলা ট্রাকে অংশ নেন বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, আবুল খায়ের ভুঁইয়া, হাবিবুর রহমান হাবিব, শাহজাদা মিয়া, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শিরিন সুলতানা, কায়সার কামাল, মীর সরাফত আলী সপু, নাসির উদ্দিন অসীম, রফিকুল ইসলাম, রকিবুল ইসলাম বকুল, সেলিমুজ্জামান সেলিম, আবদুল কাদির ভুঁইয়া জুয়েলসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।
শোভাযাত্রা উপলক্ষে নয়াপল্টন থেকে হাটখোলা পর্যন্ত বিভিন্ন স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। শোভাযাত্রার কারণে কাকরাইল, মতিঝিল, কমলাপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।