বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, সৎ বাবা গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের বড়বাজার এলাকায় মেয়েকে ধর্ষণের চেষ্টা অভিযোগে সিরাজ মিয়া (৪৮) নামে এক সৎ বাবাকে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৭ মার্চ) সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে মেয়ের মা বাদী হয়ে  নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেনন।
পুলিশ ও এলাকাবাসী জানায়,  সিরাজ মিয়া পেশায় একজন দিনমজুর ও মাদকাসক্ত। সে  সন্তানসহ স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ে করে।  শুক্রবার সকালে বড় মেয়েকে সৎ বাবার কাছে ঘরে রেখে মা কাজে বের হলে বাবা সিরাজ মিয়া কৌশলে মেয়েকে কাছে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই কিশোরী বাঁচার জন্য আত্মচিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে সিরাজ মিয়াকে দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিরাজকে আটক করে। সে একজন মাদকাসক্ত লোক। মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছে বলে স্বীকার করেছে। মামলায় গ্রেফতার দেখিয়ে  আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।