শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধ বন্ধে বাইডেনের সঙ্গে আলোচনায় রাজি আছেন পুতিন

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগ্রহ প্রকাশ করার পর রাশিয়া জানিয়েছে, পুতিনও আলোচনায় বসতে রাজি আছেন।

দেশটির প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, ‘রাশিয়ার স্বার্থ রক্ষায় প্রেসিডেন্ট পুতিন সবসময় আলোচনার জন্য প্রস্তুত আছেন।’

তবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা কঠিন হবে বলে জানিয়েছেন তিনি। কারণ হিসেবে পেসকোভ বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের যে চারটি অঞ্চল অধিগ্রহণ করেছে যুক্তরাষ্ট্র সেই অধিগ্রহণের স্বীকৃতি দেয় না।’

গত ৩০ সেপ্টেম্বর ইউক্রেনের জাপোরিঝিয়া, খেরসন, লুহানস্ক এবং দোনেৎস্ক অধিগ্রহণ বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে এ অঞ্চলগুলোতে কথিত গণভোট আয়োজন করে রাশিয়া। তবে এ গণভোটকে ভুয়া বলে অভিহিত করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কখনো ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না।

জো বাইডেনের সেই মন্তব্য নিয়ে রাশিয়ার প্রভাবশালী কূটনীতিক পেসকোভ আরও বলেছেন, ‘আমাদের স্বার্থ রক্ষায় রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট আলোচনার জন্য সব সময় প্রস্তুত ছিলেন, আছেন এবং থাকবেন।’

তিনি আরও বলেছেন, ‘আমাদের স্বার্থরক্ষার সবচেয়ে উত্তম মাধ্যম হলো শান্তিপূর্ণ এবং কূটনৈতিক পন্থা অবলম্বন করা। পুতিন যোগাযোগ ও আলোচনার জন্য সবসময় প্রস্তুত ছিলেন, আছেন এবং থাকবেন।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছিলেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে যদি ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য কোনো উপায় খুঁজে বের করার আগ্রহ থেকে থাকে তাহলে তিনি তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন।

যুক্তরাষ্ট্র সফররত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে বৃহস্পতিবার ওয়াশিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন বাইডেন।

বাইডেন বলেন, ‘আমি পুতিনের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত, যদি বাস্তবিক অর্থেই তার মধ্যে এমন সিদ্ধান্ত গ্রহণের আগ্রহ থাকে যে, তিনি যুদ্ধ শেষ করার উপায় খুঁজছেন। তবে তিনি এখনো তেমন আগ্রহ প্রকাশ করেননি।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি তেমনটা হয়, তাহলে তিনি তার ফরাসি ও ন্যাটো বন্ধুদের সঙ্গে পরামর্শ করে পুতিনের সঙ্গে কথা বলবেন।

এর জবাবে রাশিয়া শুক্রবার জানাল, তারাও আলোচনায় বসতে প্রস্তুত। তবে বাইডেন যেসব শর্ত দিয়েছেন তাতে আলোচনা সম্ভব নাও হতে পারে।

 

এ জাতীয় আরও খবর