ব্রাজিল-আর্জেন্টিনার পতাকায় ছেয়ে গেছে ঢাবির বিভিন্ন হল
অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে কাতার বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়েছে বাংলাদেশে। নিজ নিজ দলের সমর্থনে অলিতে গলিতে, বাসা-বাড়ির ছাদে উড়ছে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা। ব্যতিক্রম নয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়েরও। ক্যাম্পাসের চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি হলে হলে চলছে বিশ্বকাপের খেলা দেখার ক্ষণ গণনা।