শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

১০ ডিসেম্বর ইতিহাসের সবচাইতে বড় সমাবেশ হবে: দুদু

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি সামসুজ্জামান খান দুদু বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ হবে ইতিহাসের সব চাইতে বড় সমাবেশ। এই সমাবেশে সরকার যে ভাষায় প্রতিহত করার চেষ্টা করবে তাদেরকে সেই ভাষাতেই বিএনপির পক্ষ থেকে জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সামসুজ্জামান খান বলেন, বিএনপি ইতিমধ্যে অন্যান্য সকল বিভাগে সম্মেলন করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশি নির্যাতন হামলার শিকার হয়েছে। ঢাকা সর্বশেষ সমাবেশ হবে।

এতে কোনোরকম বাধা অথবা প্রতিহত করার চেষ্টা করলে তারা যে ভাষায় প্রতিহত করতে আসবে তাদের সেই ভাষাতেই জবাব দেয়া হবে বলে জানিয়েছেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদকসহ জেল বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে একই সময়ে গণসংহতি দলের চেয়ারম্যান জোনায়েদ সাকী মাজারে পুষ্প স্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশের শেষ সমাবেশ আগামী ১০ ডিসেম্বর। সরকার ওই দিনও তাদের বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু এই আন্দোলন ঠেকিয়ে রাখতে পারবে না। জনগণের ভোটাধিকার কেরে নিয়েছে। দিনের ভোট রাতে দিয়েছে, লুটপাট দুর্নীতি ও নিত্যপণ্য দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ হচ্ছে। জনগণই এবার সরকারকে রুখে দেবে বলেও জানান তিনি।

এ সময় তার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশে নির্বাচনের আগে প্রেসিডেনশিয়াল ডিবেট হওয়া দরকার: ইশরাক

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

মার্চে সড়কে প্রাণ হারিয়েছেন ৬১২ জন

ভারতের সঙ্গে বাণিজ্যসহ একাধিক চুক্তি বাতিল করল পাকিস্তান

শ্বশুরকে জামাতার ফোন, ‘তোমার মেয়েকে খুন করেছি’

পারভেজ হত্যায় দোষ স্বীকার করে মাহাথিরের জবানবন্দি

ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করলেও রপ্তানিতে প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

ভারত নাকি পাকিস্তান, কার সেনাবাহিনী কতটা শক্তিশালী?

পানি বন্ধ করলে যুদ্ধের ইঙ্গিত পাকিস্তানের

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত