প্রকাশ্যে আসছে ইমরান-পড়শীর ভালোবাসার গল্প
বিনোদন প্রতিবেদক : টানা এক বছর পর ফের চমক নিয়ে হাজির হচ্ছেন ইমরান-পড়শী জুটি। সর্বশেষ তাদের দেখা যায়, ‘এক দেখায়’। ইউটিউবে গানটির ভিউ প্রায় দুই কোটির ঘরে। এবার তারা হাজির হচ্ছেন ‘দ্বিতীয় জীবন’ নিয়ে। সিএমভির ব্যানারে গানটি প্রকাশ হবে আগামীকাল সোমবার। এমনটাই জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার এসকে সাহেদ আলী।
গানটি প্রসঙ্গে পড়শী বলেন, ‘প্রায় এক যুগের পরিচয় আমাদের। বয়সে ইমরানের ছোট আমি। কিন্তু সম্পর্কটা বন্ধুর মতো। শুধু আমাদের নয়, দুজনের পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক। তাই একসঙ্গে দুজনের কাজটা সহজ হয়, মনের মতো করে করা যায়। এটি তেমনই হয়েছে।’
বান্দরবানে পাহাড়ের পাদদেশে গানটির শুটিংয়ে অনেক কষ্ট হয়েছে জানিয়ে এই গায়িকা বলেন, ‘পাহাড়ের নিচে বালু, বালুর ওপর শুটিং। নিচে প্রচণ্ড গরম, মাথার ওপর সূর্য। বালুর মধ্যে দাঁড়িয়ে রোমান্টিকতা কি আসে? সেই পরিস্থিতিতে রোমান্টিক দৃশ্য করা সহজ ছিল না।’
গানটি নিয়ে দারুণ আশাবাদী ইমরানও। তার ভাষ্য, ‘এটি গল্পভিত্তিক রোমান্টিক গান। গানের মধ্যে আমাদের অভিনয়ও করতে হয়েছে। মিউজিক ভিডিও হলেও গানটি দেখতে বসে একটি ছেলে ও মেয়ের ভালোবাসার গল্প পাবেন দর্শকেরা। গানে একটা নতুন চমক পাবেন তারা।’
গানের ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ‘দ্বিতীয় জীবন’র কথা লিখেছেন কবির বকুল। আর সুর-সংগীত করেছেন ইমরান নিজেই।