মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিল শারমিন
পিরাজপুর প্রতিনিধি : সারাদেশে আজ শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আর এই পরীক্ষায় পিরোজপুরের ভাণ্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী শারমিন আক্তার মায়ের মৃতদেহ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
আজ রোববার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ভাণ্ডারিয়া বেগম মহিলা কলেজের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেন শরমিন। শারমিন আক্তার উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামে ফারুক ফকিরের মেয়ে।
শারমিনের চাচা আ. মালেক ফকির জানান, শারমিনের মা দীর্ঘ দিন ধরে লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। গতকাল শনিবার দিবাগহ রাত দুুইটা বিশ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ সকাল ১০টার দিকে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। অথচ সকাল ১১টার দিকে শুরু হয় এইচএসসি পরীক্ষা। মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন শারমিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাটি দুঃখ জনক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগীতায় সে পরীক্ষা দেয়। এ ঘটনায় সবাই শোকাভিভূত।