অবসর ইঙ্গিতে যা বললেন সাকিব
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি থেকে কি সাকিব আল হাসান অবসর নেবেন? চলমান বিশ্বকাপে বাংলাদেশের বিদায় নিশ্চিত হওয়ার পর এমন প্রশ্ন উঠেছে। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন সাকিব নিজেই। জানিয়ে দিলেন যতদিন ফিট আছেন খেলা চালিয়ে যাবেন।
আসরে নিজেদের শেষ ম্যাচে দারুণ সম্ভাবনা নিয়ে মাঠে নামলেও ব্যাটিং ব্যর্থতায় হেরে গেল বাংলাদেশ। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ৫ উইকেটে জিতে আসরটি সেমিফাইনাল নিশ্চিত করল পাকিস্তান।
অথচ দিনের শুরুতে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হারলে বাংলাদেশ-পাকিস্তান দুদলের সামনেই শেষ চারে যাওয়ার সুযোগ তৈরি হয়। সমীকরণ ছিল যারা জিতবে তারাই সেমি নিশ্চিত করবে। তবে হেরে বিদায় নিল টাইগাররা। এই গ্রুপ থেকে ভারতের পর পাকিস্তান সেমিফাইনালে উঠল।
আজ রোববার অ্যাডিলেডে গ্রুপ টুয়ের ম্যাচ খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুটা ভালো করলেও নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ও ১২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাবর আজমের দল।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেন, ‘ফলাফলের বিচারে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই আমাদের সেরা পারফরম্যান্স। তবে আরও ভালো করা উচিত ছিল। তা সত্ত্বেও বলছি, নতুন ছেলেরা দলে এসেছে। দলে অনেক বদল এসেছে। এর থেকে ভালো কিছু প্রত্যাশা করতে পারতাম না হয়তো।’
তিনি আরও বলেন, ‘ম্যাচের মাঝামাঝি সময় আমরা এক উইকেট হারিয়ে ৭০ রান তুলেছিলাম। তখনই চেয়েছিলাম অন্তত ১৪৫-১৫০ রান তুলতে। এই পিচে সেটা যথেষ্ট ভালো রান হতো। নতুন ব্যাটারদের কাছে কাজটা কঠিন ছিল জানি। তবু বলব, কাউকে একটা উচিত ছিল ম্যাচটা কিছু ক্ষণ টেনে নিয়ে যাওয়া। সেটা আমরা পারিনি।’
শেষে নিজের পারর্ফম নিয়ে বলতে গিয়ে সাকিব বলেন, ‘আমার আরও ভালো খেলা উচিত ছিল। যত দিন ফিট রয়েছি তত দিন খেলা চালিয়ে যাব।’