দেশবাসীর কাছে দোয়া চাইলেন আকবরের স্ত্রী
বিনোদন প্রতিবেদক : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে আছেন গায়ক আকবর। বর্তমানে তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি। তার অবস্থা খুব একটা ভালো না বলে জানিয়েছেন গায়কের স্ত্রী কানিজ ফাতেমা।
আজ রোববার দুপুরে মুঠোফোনে দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘গতকাল (শনিবার) দুপুরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে এলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থা খুব একটা ভালো না। সবাই তার জন্য দোয়া করবেন। তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সাবার মাঝে ফিরে আসে।’
কানিজ ফাতেমা আরও বলেন, ‘ডাক্তাররা তাকে ভারতে নিয়ে যাওয়ার কথা বলেছেন। কিন্তু আর্থিকসহ নানা কারণে যাওয়া হয়নি। গেল কয়েক মাস ধরেই হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। আমি এখন কি করব বুঝতে পারছি না।’
এই গায়কের স্ত্রী জানান, আকবর ডায়াবেটিসে ভুগছেন কয়েক বছর ধরে। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। চলতি বছর জানুয়ারি থেকে তিনি বিছানায়।
এর আগে, তার দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে ও ডান পা নষ্ট হয়ে যায়। সপ্তাহ দুই আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর তার কিডনি ও লিভারের সমস্যা আরও বেড়ে যায়।