মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানাকে পল্টন থানায় হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৬ নভেম্বর) সকালে রাজধানীর টিকাটুলী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া।
তিনি বলেন, সুলতানা আহমেদের বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এবিষয়ে সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদ জানিয়েছেন, কি কারণে তার স্ত্রীকে আটক করা হয়েছে সেটা জানাতে পারেননি তিনি। বিএনপির বরিশালের সমাবেশ শেষ করে আজ রোববার লঞ্চে ঢাকায় ফেরেন তিনি। সকালে লঞ্চ ঘাট থেকে বাসায় আসার পথে টিকাটুলী থেকে র্যাব তাকে আটক করে।