শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবের বিতর্কিত আউটের পর পথ হারিয়ে ম্যাচেও হার

news-image

অনলাইন ডেস্ক : নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হারে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ রূপ নিল অঘোষিত কোয়ার্টার ফাইনালে। অ্যাডিলেডে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হলো দারুণ। নাজমুল হোসেন শান্তর ব্যাটে বড় রানের ভিতই এলো। কিন্তু আম্পায়ারের দেওয়া বিস্ময়কর সিদ্ধান্তে এলবিডব্লিউ হতে হলো সাকিব আল হাসানকে। এরপর পথ হারিয়ে ম্যাচটাই হেরে গেল বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ হারল ৫ উইকেটে। ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে অবশ্য খেলতে হয়েছে ১৮.১ ওভার পর্যন্ত।

এই জয়ের সুবাদে গ্রুপ-২ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকেট পেল পাকিস্তান। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ে এই গ্রুপ থেকে সবার আগে শেষ চার নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের।

মেলবোর্নে বাংলাদেশ সময় দুপুর ২টায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচে নির্ধারণ হবে ভারত ও পাকিস্তানের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কোন দল। গ্রুপ-১ থেকে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করেছে।

এদিন লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারাতে পারত পাকিস্তান। তাসকিন আহমেদের তৃতীয় বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু বল গ্লাভসে নিতে পারেননি কিপার নুরুল হাসান সোহান।

পরে বাবর আজম ও রিজওয়ান উদ্বোধনী জুটিতে ৫৭ রান উপহার দেন। পর পর দুই ওভারে অবশ্য ফেরেন তারা। ১১তম ওভারে ৩৩ বলে ২৫ রান করা বাবরকে তুলে নেন নাসুম আহমেদ। পরের ওভারে ৩২ বলে ৩২ রান করা রিজওয়ানকে তুলে নেন ইবাদত হোসেন।

এরপর মোহাম্মদ নওয়াজ (৪) থিতু হতে না পারলেও মোহাম্মদ হারিসের ১৮ বলে ৩১ ও শান মাসুদের ১৪ বলে অপরাজিত ২৪ রানে জয় নিশ্চিত হয় পাকিস্তানের।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন নাসুম আহমেদ, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।

এর আগে বাংলাদেশ প্রথম ১০ ওভারে বেশ ভালো খেলে। এক উইকেট হারিয়ে পাওয়া প্লেতে তুলে ৪০ রান। প্রথম ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৭০ রান।

কিন্তু পরের ১০ ওভারে ৬ উইকেটে হারিয়ে মাত্র ৫৭ রান তুলতে পারে। শেষ চার ওভারে ২১ রান তুলতে হারায় ৪ উইকেট। শেষ পর্যন্ত তাই স্কোর কার্ডে বাংলাদেশের নামের পাশে ৮ উইকেটে ১২৭ রান জমা পড়ে।

ভারতের বিপক্ষে দুর্দান্ত ফিফটি করা লিটন দাস এদিন দ্রুতই ফেরে যান। শান্ত সর্বোচ্চ ৫৪ রান করেন। তার ৪৮ বলের ইনিংসে ছিল ৭টি চার। এ ছাড়া সৌম্য সরকার ১৭ বলে ২০ ও আফিফ হোসেন ২০ বলে অপরাজিত ২৪ রান করেন।

বাংলাদেশ জোড়ায় জোড়ায় উইকেট হারিয়ে চাপে পড়ে। ১১তম ওভারে সৌম্য ও সাকিবকে পর পর দুই বলে ফেরান শাদাব। তবে সাকিবের আউট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বলতে গেলে আম্পায়ারদের বিস্ময়কর সিদ্ধান্তে শূন্য রানে আউট হতে হয়েছে সাকিবকে।

১৭তম ওভারেও বাংলাদেশ জোড়া উইকেট হারায়। মোসাদ্দেক ও নুরুল হাসান সোহানকে তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। তার আগে ১৪তম ওভারে ফিফটি করা শান্তকে ফিরিয়েছিলেন ইফতিখার আহমেদ।

শুরুতে লিটনকে ফিরিয়ে উইকেট উৎসব শুরু করা শাহিন আফ্রিদি ১৯তম ওভারে তাসকিনকে নিজের চতুর্থ শিকার বানান। শেষ ওভারে নাসুম ফেরেন হারিস রউফের বলে।

শাহিন আফ্রিদি সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন শাদাব। ম্যাচসেরা হয়েছেন শাহিন আফ্রিদি।

সুপার টুয়েলভ পর্ব থেকে বিদায় নিলেও বাংলাদেশের জন্য নিজেদের ইতিহাসে সবচেয়ে সফল বিশ্বকাপ এটিই। এবার নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারিয়েছে টাইগাররা। এর আগে কখনোই টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একের অধিক জয় ছিল না।

 

এ জাতীয় আরও খবর

আট বিভাগে আটদিনে ভোটগ্রহণের প্রস্তাব ইসিতে

জাতীয় যুবশক্তির আহ্বায়ক: জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর লজ্জার, এই কলঙ্কের দায় বিএনপির

একদিনে গণভোট ও নির্বাচনের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালো বিএনপি

ব্যাচেলর পয়েন্টে স্পর্শিয়ার চমক, কৌতূহল বাড়ালেন নির্মাতা

হামজার জোড়া গোলেও নেপালকে হারাতে পারল না বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

সংকট রয়েই গেল, কর্মসূচি চলবে : প্রতিক্রিয়ায় জামায়াত

ইনিংস জয়ের পথে বাংলাদেশের

ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা নেমেছে ১৯ ডিগ্রিতে

সেই পুরনো ছক, প্রত্যাশা বাস্তবতায় বিস্তর ফারাক

সনাতনীদের ভোট হতে পারে তুরুপের তাস