শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে এটাই আমাদের সেরা পারফরম্যান্স: সাকিব

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানকে হারাতে পারলে সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণ হতো। সেটা না হওয়ায় আক্ষেপ থাকা স্বাভাবিক। তবে পারপরম্যান্সের দিক থেকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকেই নিজেদের ইতিহাসে সেরা বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

অ্যাডিলেডে রবিবার সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। পাকিস্তান এই জয়ের সুবাদে পেয়েছে সেমিফাইনালের টিকেট।

পাঁচ ম্যাচে দুই জয়ে এবারের আসর শেষ করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছিল টাইগাররা। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার ১০৪ রানে হার। তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানে জয় তুলে নেয় সাকিবের নেতৃত্বাধীন দল।

ভারতের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে দারুণ পারফর্ম করে বাংলাদেশ। যদিও বৃষ্টি আইনে হারতে হয় ৫ রানে। এরপর পাকিস্তানের বিপক্ষে এদিনের হার।

এর আগে কখনোই টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একের অধিক জয় ছিল না বাংলাদেশের। একটি জয় ছিল, সেটাও ২০০৭ সালের প্রথম আসরে। এবার নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারিয়ে ব্যর্থতার বৃত্ত ভেঙেছে টাইগাররা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব সেই দিকটির কথাই উল্লেখ করলেন। সাকিব বলেন, ‘ফলাফলের দিক থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের সেরা পারফরম্যান্স। আরও ভালো করতে পারতাম। তার পরও বলবো, নতুন ছেলেরা দলে এসেছে। দলে অনেক বদল এসেছে। এর থেকে ভাল কিছু প্রত্যাশা করতে পারতাম না হয়তো।’

পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। শুরুটা ভালোই ছিল টাইগারদের। কিন্তু পরে ব্যাটাররা পথ হারালে চ্যালেঞ্জিং পুঁজি গড়া হয়নি।

সাকিব বলেন, ‘মাঝ পর্যায়ে আমরা ৭০/১ ছিলাম। এরপর ১৪৫-১৫০ এর কাছাকাছি যেতে চেয়েছিলাম। এই পিচে খুবই যৌক্তিক স্কোর হতো। জানতাম নতুন ব্যাটারদের জন্য এটা কঠিন হবে তাই সেট ব্যাটারদের শেষ পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম আমরা। যা হয়নি।’

 

এ জাতীয় আরও খবর

নো মেকআপ লুকে মিমি চক্রবর্তী

গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমল

আদালতে মডেল মেঘনা: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই আমার সম্পর্ক, অন্য কারো সঙ্গে নয়

সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

আইএমএফের ঋণের কিস্তির সমঝোতা চলতি মাসেই

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

চট্টগ্রামে দিনভর শিক্ষার্থী-ছাত্রদল ও এনসিপির মধ্যে মারামারি

অভিনয় ও রাজনীতিকে বিদায় জানালেন সোহেল রানা

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সতর্কসংকেত

বিশ্বজুড়ে বাড়ছে জলদস্যুতা

বিএনপির চেয়ে বেশি সংস্কার কোন দল করেছে, প্রশ্ন নজরুল ইসলাম খানের