শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বড়শি দিয়ে ধরলেন ২০ কেজি ওজনের বোয়াল, বিক্রি ৩০ হাজার টাকা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বড়শিতে ধরা পড়া ২০ কেজি ওজনের একটি বোয়াল ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর)  এ তথ্য নিশ্চিত করেছেন সোনালী মৎস্য আড়তের মালিক মনোয়ার হোসেন ভূঁইয়া। জানা গেছে, জেলার নবীনগরের মেঘনা নদী থেকে বড়শি দিয়ে মাছটি ধরেন স্থানীয় এক ব্যক্তি। পরে মাছটি উপজেলার তন্তর বাজারে সোনালী মৎস্য আড়তে ৩০ হাজার টাকায় কসবার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।
সোনালী মৎস্য আড়তের মালিক মনোয়ার হোসেন ভূইয়া ও স্হানীয়রা জানান, বাজারে প্রায়ই বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ আসে। তবে ২০ কেজি ওজনের বোয়াল মাছ আসলেই বিরল। সেটি দেখতে আমার  আড়তের সামনে অনেক মানুষের ভিড় জমে। অনেকেই অনেক দাম বলেছেন। সর্বশেষ কসবা উপজেলার এক ব্যবসায়ী মাছটি ৩০ হাজার টাকায় কিনে নিয়ে যান। এরপর তন্তর বাজারে মাছটি ১৫শ টাকা কেজি ধরে বিক্রি করা হয়।

এ জাতীয় আরও খবর