মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  

news-image
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার   (২০ মে) বিকাল ৩টায়  স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে এ দুটি  খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের  সংসদ সদস্য ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম।টুর্নামেন্টের ফাইনাল  খেলায় নাসিরনগর সদর ইউনিয়ন দল বনাম ভলাকুট  ইউনিয়ন দল এবং  বালিকা (অনূর্ধ্ব-১৭) এর নাসিরনগর  ইউনিয়ন দল বনাম কুন্ডা  ইউনিয়ন দল অংশগ্রহণ করে।
খেলায় বালক  ৩-০ গোলে ভলাকুট ইউনিয়ন দলকে পরাজিত করে নাসিরনগর ইউনিয়ন দল জয়লাভ করে। এবং বালিকা টাইব্রেকারে  ৩ -০ গোলে  কুন্ডা ইউনিয়ন দলকে পরাজিত করে নাসিরনগর ইউনিয়ন দল জয়লাভ করে। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদি হাসান খান শাওনের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন  উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইর্নচাজ (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার।
এসময় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা তৌহিদুল রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভূইঁয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস,বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক চন্দ্র দাস,নাসিরনগর সদর  ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস,ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়াসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক  ক্রীড়াপ্রেমীগন উপস্থিত ছিলেন  ।

এ জাতীয় আরও খবর

গরমে স্বাস্থ্য ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের ৮ নির্দেশনা

বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক সই

হাওরের কচুরিপানা দিয়ে তৈরী হচ্ছে ‘ জলকমল’খ্যাত জৈবসার

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নিহত ৪

গুলিতে ইউএনও অফিসের আনসারের মৃত্যু, নিজেই গুলি চালান বলে দাবি

কাতারের আমিরকে লালগালিচা অভ্যর্থনা, সফরসূচিতে যা থাকছে

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চুয়েটের দুই শিক্ষার্থী নিহত

নাসিরনগরে ১৯টি সেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা

খরার ঝুঁকিতে পড়েছে রংপুর অঞ্চল : চাষাবাদে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা

চীনে ভয়াবহ বন্যা, সরিয়ে নেওয়া হলো হাজার হাজার মানুষকে

সুইমিংপুলে গোসলে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির