বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগা ফাটা চুলের যত্ন

news-image

নিউজ ডেস্ক : চুলের আগা ফাটা সমস্যাতে ভোগেন না এমন মানুষ মনে হয় খুব কমই আছেন। ছেলে হোক মেয়ে হোক সবাই এই সমস্যায় ভোগেন। চুলের আগা একবার ফেটে গেলে সেই অংশটুকু কেটে ফেলাই শ্রেয়। এরপর নিতে হবে যত্ন।

আগাফাটা চুলের জন্য সবচেয়ে কার্যকরী সমাধান হল তেল। তেল হল চুলের প্রধান খাদ্য। তেল চুলে পুষ্টি যোগায়। তাই নিয়মিত চুলে তেল দেয়া উচিৎ। এক্ষেত্রে সবাই সাধারণত নারিকেল তেল ব্যবহার করে থাকে তবে চুলের যত্নে জলপাই তেল, বাদাম তেল বা তিলের তেল ও ব্যবহার করা যায়।

তেল খুব ভালোভাবে মাথার ত্বকে মালিশ করার পাশাপাশি চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত দিতে হবে। ভালো ফলাফল পেতে সপ্তাহে তিনদিন তেল লাগানো উচিত।

চুলের রুক্ষভাব কমাতে এবং আগা ফেটে যাওয়ার প্রবণতা রোধ করতে, প্রতিদিন শ্যাম্পু করার বদলে সপ্তাহে দুই থেকে তিনদিন বেশি শ্যাম্পু করা উচিত। শ্যাম্পুর রাসায়নিক উপাদানও চুলের ক্ষতি করতে পারে। শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে শ্যাম্পুতে সালফেটের পরিমাণ যেন কম থাকে সেটি লক্ষ্য রাখতে হবে। সালফেট হল ডিটারজেন্ট তৈরির প্রধান একটি উপাদান যা প্রচুর ফেনা তৈরি করে। এই সালফেট চুলের কিউটিকলের আদ্রর্তা কেড়ে নেয়। ফলে চুল রুক্ষ ও নিষ্প্রাণ হছুলজায়। এতে আগা ফাটার পরিমাণও বেড়ে যায়। হারবাল শ্যাম্পুতে সাধারণত সালফেট থাকে না অথবা কম পরিমাণে থাকে। তাই চুল ধোয়ার জন্য হারবাল শ্যাম্পু বেছে নেয়া ভালো। চুলের সঠিক পরিচর্যা করার জন্য ভালো ব্র্যান্ডের আয়ুর্বেদিক শ্যাম্পু ব্যবহার করা ভালো।

চলুন জেনে নেই আগা ফাটা চুলের যত্ন নেয়ার ঘরোয়া উপায়:

এর জন্য দরকার এক কাপ ঘন দুধ, দুটি ডিম, কয়েক ফোঁটা নারিকেল তেল।

ডিম ফেটে এর মধ্যে দুধ মিশিয়ে নিন। সাদা ফেনা হলে তাতে কয়েক ফোঁটা নারিকেল তেল মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এক ঘণ্টা লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে নিন। চাইলে একটু উষ্ণ গরম পানি দিয়ে প্রথমে ধুয়ে নিয়ে তারপর সাধারণ তাপমাত্রার পানি দিয়ে শ্যাম্পু করে কন্ডিশনিং করে নিন।

ধীরে ধীরে চুলের আগা ফাটার সমস্যা সমাধান হয়ে যাবে।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ