সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

যার প্রেমে ঘরছাড়া, তার বাড়িতেই লা’শ খুশি!

news-image

পরিচয় থেকে প্রেম। এরপর বিবাহিত ফারুক হোসেনের টানে বাবার বাড়ি ছাড়েন খুশিলা খাতুন ওরফে খুশি (১৮)। সাত মাস আগে তারা বিয়েও করেন।মেয়ের এমন কাণ্ড মেনে নিতে না পেরে ফারুকের বি’রুদ্ধে অ’পহরণ মামলা ঠুকে দেন বাবা। কিন্তু, খুশি ফারুককে ধোকা দেননি। আদালতে দাঁড়িয়ে বিচারকের উদ্দেশে খুশি বলেন, ‘আমাকে ফারুক অ’পহরণ করেনি। আমরা ভালোবেসে বিয়ে করেছি। স্বামীর সঙ্গেই আমি থাকতে চাই।’

আদালতও খুশির ইচ্ছেকে প্রাধান্য দেন। স্বামী ফারুকের সঙ্গে থাকার রায় দেন। অথচ সেই স্বামীর বাড়ি থেকেই খুশির ঝু’লন্ত লা’শ উ’দ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার যশোর সদর উপজেলার নওদাগ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ফারুক হোসেনের বাড়ি থেকে লা’শটি উ’দ্ধার করা হয়।

এরপর মেয়েকে খু’ন করা হয়েছে দাবি করে শুক্রবার স্বামীসহ পাঁচজনকে আ’সামি করে মামলা করেন খুশির বাবা মেহেরপুর সদর উপজেলার কন্দেপপুর গ্রামের দাউদ হোসেন। আ’সামিরা হলেন- খুশির স্বামী ফারুক হোসেন, শ্বশুর আব্দুর রাজ্জাক, ননদ নাছিমা খাতুন, ফারুকের প্রথম স্ত্রী শারমিন বেগম ও শাশুড়ি। পরে যশোর কোতোয়ালি থানা পুলিশ শ্বশুর আবদুর রাজ্জাক ও ননদ নাছিমা খাতুনকে গ্রেফতার করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর সিঙ্গাপুর ছিলেন ফারুক হোসেন। আট মাস আগে দেশে ফেরেন। যশোর সদর উপজেলার নওদাগ্রামে তিনতলা বাড়িতে প্রথম স্ত্রী শারমিনকে নিয়ে থাকতেন। পূর্বপরিচিত মেহেরপুরের দাউদ হোসেনের বাড়িতে বেড়াতে যান ফারুক হোসেন। সেখানে অবস্থানকালে খুশির সঙ্গে পরিচয় হয়। এক পর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়িতে পড়েন। এরপর সাত মাস আগে ফারুক ও খুশি পালিয়ে বিয়ে করেন।

ফারুক ও খুশি যশোরের বাড়িতে একসঙ্গে থাকতেন। কিন্তু, ফারুকের দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেনি পরিবারের সদস্যরা। এই নিয়ে তাদের পারিবারিক কলহ ছিল। অন্যদিকে পালিয়ে বিয়ে করায় দাউদ হোসেনের পরিবারের সঙ্গেও খুশির যোগাযোগ ছিল না। শুধুমাত্র মামলার হাজিরার দিন তাদের দেখা হতো। কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘ইতোমধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

এ জাতীয় আরও খবর

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

সালমান এফ রহমানের লন্ডনের সম্পদ ক্রোক, কোম্পানির শেয়ার ফ্রিজ

হাসিনা-রেহানা পরিবারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণ বেড়ে যাচ্ছে: রিজভী

ভলকার তুর্কের বার্তা সম্পর্কে অবগত নয় বাংলাদেশ সেনাবাহিনী

চোখ মেলে তাকিয়েছে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি

বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য: সারাহ কুক

রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস তারেক রহমান

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগ

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি

অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব: ড. আলী রীয়াজ

পাচার হওয়া ২৩৪ বিলিয়ন টাকা ফিরিয়ে আনতে শিগগির আইন প্রণয়ন-প্রেস সচিব