নাটোর গুরুদাসপুরে স্কুল শিক্ষিকাকে গণধর্ষ*ণের পর হত্যা
লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে মঞ্জু আরা খাতুন (৩২) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে গণধর্ষ*ণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, বুধবার সকালে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথ পুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত মঞ্জু আরা খাতুন উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের মেয়ে এবং বৃ-কাশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মঞ্জু আরা খাতুন বিয়ের ২ বছরের মাথায় এক সন্তান নিয়ে স্বামীর সাথে ছাড়াছারি হয়। তালাকের পর প্রায় ১২ বছর ধরে মা মনোয়ারা বেগমের বাড়ী গোপিনাথপুরেই থাকতো মঞ্জু আরা খাতুন। তার শিশু সন্তান স্থানীয় মাদ্রাসায় পড়ালেখা করে। নিহতের মা পাশর্^বতী ভাইয়ের বাড়ীতে জমাজমি নিয়ে বৈঠক করতে গিয়েছিল। রাত ১০টার দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বাড়ীতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা মঞ্জু আরাকে একা পেয়ে গণধর্ষ*নের পর হত্যা করেছে বলে জানায় তারা। নিহতের মা’র চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে খোজাখুঁজি করতে থাকে। খোজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পাশে পুকুরের পানিতে মঞ্জু আরার বিবস্ত্র লাশ দেখতে পায়।
তাকে গণধর্ষ*নের পর হত্যা কার হয়েছে বলে এলাকাবাসী মনে করেন।নিহত মঞ্জু আরার মা মনোয়ারা বেগম বলেন, তিনি রাতে ভাইয়ের বাড়ী যাওয়ার সময় তার মামার বাড়ী থেকে রাতের খাবার নিয়ে এসে এক সাথে খাবে বলে যান। বৃষ্টির পর এসে দেখতে পায় তার বাড়ীর গেট খোলা। ঘরের ভিতরে মেয়েকে না পেয়ে বারান্দায় মেয়ের রক্ত মাখা কাপড় পড়ে থাকতে দেখে মেয়ের কল্লা কেটে নিয়ে গেছে বলে চিৎকার দিতে থাকে। তার মেয়ে হত্যাকারীরে খুঁজে বেড় করে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি।
নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের শরীরে কোন কাপড় ছিলনা। এতে ধারনা করা যেতে পাবে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
যোগাযোগ করা হলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মঞ্জু শিক্ষক হিসাবে খুবই ভাল ছিল। কাজে কখনও ফাঁকি দিতো না। তাকে মেরে ফেলার মতো কোন কারন তিনি জানেন না। তবে তার সাথে সম্পর্কের কথা এলাকায় ছড়িয়ে পড়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরত হালে দেখা গেছে তার মাথায় উপর্যুপরি ছুরিকাঘাত, চোখে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। তার লা*শটি বি*বস্ত্র থাকায় ধারনা করা হচ্ছে তাকে ধর্ষ*ণের পর হত্যা করা হয়েছে।