রাঙামাটি পৌরশহরে বিকল্প ব্যবস্থায় ময়লা অপসারণ করা হচ্ছে
রাঙামাটি প্রতিনিধি : রাজস্বখাত থেকে বেতন প্রদান ও পেনশনের দাবিতে সারাদেশে পৌরসভার কর্মচারীরা ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন। রাঙামাটি পৌরসভার কর্মচারীদের একটি দল ঢাকায় অবস্থান কর্মসূচিতে যোগ দিতে গেছেন আর অন্যরা পালন করছেন র্কর্মবিরতি। ফলে এক সপ্তাহের অধিক সময়ে রাঙামাটি পর্যাটন শহরে ময়লা-আর্বজনার স্তুপ পড়ে আছে । মেয়র আকবর হোসেন চৌধুরী ও প্যানেল মেয়র জামাল উদ্দীনের উদ্যেগে ২১ জুলাই রবিবার থেকে প্রধান সড়কে বিকল্প ব্যবস্থায় ময়লা অপসারণ করছে । এখনো চম্পক নগর এমপি পাড়ায় সড়কের ওপর ময়লার পড়ে আছে । স্বয়ং ৩০৫ রাঙামাটি রিজিয়ন কমান্ডার আসার পথে এত সড়কের ময়লা দেখে বিব্রত হয়ে পড়েছে ।আন্দোলনরত কর্মচারীরা জানান, ১৯৭২ সালে ৬৪ দশমিক ৭৫ র্বর্গকিলোমিটার এলাকা নিয়ে গড়ে ওঠা রাঙামাটি পৌরসভায় ১৮০ জন কর্মচারী রয়েছেন। যাদের মধ্যে ৭৯ জন স্থায়ী, বাকি ১০১ জন অস্থায়ীভাবে কাজ করছেন। বর্তমানে এদের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধাখাতে মাসে ৩৮ লাখ টাকা খরচ হয়।
কর্মবিরতি পালন করায় পরিচ্ছন্নতা অভিযানসহ সব নাগরিক সেবাও বন্ধ হয়ে গেছে এই পর্যটন নগরীতে। শহরের মোড়ে মোড়ে, বাজারের গলিতে কয়েকদিনের ময়লা আবর্জনার স্তুপ হয়ে পড়ে আছে। এ নিয়ে বিব্রত হলেও কিছু করার নেই বলে জানালেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।পথে পথে ময়লার স্তূপ, রাতে সড়কবাতি না জ্বালা, জন্মনিবন্ধন সনদ না পাওয়ায় পৌরসভা প্রশ্নবিদ্ধ হচ্ছে উল্লেখ করে আকবর বলেন, “আমিও চাই তারা সুযোগ-সুবিধা পাক। কিন্তু নাগরিক সেবা বন্ধ রাখলে পৌরসভা প্রশ্নবিদ্ধ হয়, আন্দোলনে সাধারণ মানুষের সমর্থনও কমে যায়।
পৌরবাসীর কষ্টের জন্য দুঃখ প্রকাশ করে রাঙামাটি পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক সনৎ বড়ুয়া বলেন, “কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছি, স্বাভাবিক কাজকর্ম অব্যাহত রেখেছি দিনের পর দিন। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
“আমরা বাধ্য হয়েই কঠোর ও কঠিন কর্মসূচিতে অংশ নিয়েছি, যাতে সারাদেশের ৩২৮ পৌরসভার ৩২ হাজার ৫০০ কর্মচারী যোগ দিয়েছে।”