সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে ২৭দিনেও ঘরে ফিরতে পারেনি নির্যাতিত মুক্তিযোদ্ধার পরিবার

news-image

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামের প্রভাবশালী প্রতিবেশীর দ্বারা নির্মম নির্যাতনের শিকার হওয়া মুক্তিযোদ্ধার পরিবার ২৭দিনেও নিজের বসত ঘরে ফিরতে পারেনি। নির্যাতিত মেয়ে তানিয়া পারভীন তানজিলা(২৮)কে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে তার পরিবার।

আদালত, বড়াইগ্রাম ও গুরুদাসপুর থানা এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামের প্রভাবশালী প্রতিবেশী তোজাম্মেল হোসেন মাস্টার, একই গ্রামের সাদেকুল ইসলাম, আনিসুর রহমান, মকুল হোসেন, আশরাফুল ইসলাম, হাবিজার, মহর আলী, মোহাম্মদ, মহরম, ময়নাল, কামরুল হোসেন, আমির ও তার ছেলেরা মুক্তিযোদ্ধা মোবারক আলীর ছেলে মোশারফ হোসেনের একটি ডাব গাছের ডাব পাড়তে শুরু করে।

এসময় মুক্তিযোদ্ধা মোবারক আলীর মেয়ে তানিয়া পারভীন তানজিলা (২৮) বাঁধা দিলে তোজাম্মেল হোসেন মাস্টার, তোজাম্মেল হোসেন মাস্টারের ছেলে ও অন্য সহযোগীরা ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে এবং লোহার পাইপ দিয়ে পিটিয়ে তাকে গুরুত্বর ভাবে জখম করে। তানিয়াকে তাৎক্ষনিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তোজাম্মেল হোসেন মাস্টার ও তার ছেলে ও ১৪সহযোগীর বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা করেছে মুক্তিযোদ্ধা মোবারক আলীর ছেলে মোশারফ হোসেন।

মামলায় ঘটনার সময় বাদীর ঘর থেকে ১৫লাখ টাকা ও ১০ভরি সোনার গহনা লুট করার অভিযোগ করা হয়েছে। অপরদিকে ৪জুলাই একই অভিযুক্তরা মুক্তিযোদ্ধা মোবারক আলীর স্ত্রী ছমিরন বেগমের পুকুর পাড়ে কেটে রাখা প্রায় ৮০হাজার টাকা দামের ১২০টি কলার কাদি লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা মোবারক আলীর স্ত্রী ছমিরন বেগম গুরুদাসপুর থানায় মামলা করলে অভিযুক্তরা মামলা তুলে নিতে দফায় দফায় বাদীর বাড়িতে হামলা ভাংচুর করেছে।

হামলা ও ভাংচুরের ঘটনায় নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতেও মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা মামলা প্রত্যাহার ও চাঁদার দাবীতে মুক্তিযোদ্ধা মোবারক আলীর পরিবারকে অতিষ্ঠ করে তুলেছে। ছমিরন বেগম বলেন, তোজাম্মেল হোসেন মাস্টার কখনই মুক্তিযোদ্ধা ছিল না কিন্তু গোপনে জাল কাগজপত্র তৈরী করে সে ২০০২সাল থেকে ভাতা পাচ্ছে এবং নিজের ছেলে জালাল উদ্দিনকে পুলিশে চাকুরী দিয়েছে সে এখন একটি থানার ওসি। তার ছেলে জালাল ওসি, সেই প্রভাবে তোজাম্মেল হোসেন মাস্টার ও তার পরিবার এখন এলাকার মানুষের উপরে অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। দুই দিন আগে ঐ পুলিশ কর্মকর্তা জালাল নিজ বাড়ি গুরুদাসপুরে এসে প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ দুইজনকে পুনরায় মারপিট করে জখম করে। এ ব্যাপারে জালালের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের হয়েছে।

তোজাম্মেল হোসেন মাস্টারের নিকট এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধ করেছি কিন্তু আমাকে ঐ সময় মুক্তিযুদ্ধের ভারতীয় ট্রেনিংএর কাগজ দেয়া হয়নি। পরে আমি বিভিন্ন স্থানে যোগাযোগ করে আমার মুক্তিযোদ্ধা ভাতা ও সনদ করিয়েছি। মারপিটের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, মৃত মোবারক আলীর পুত্ররাই আমার জমি জোরপূর্বক দখল করে রেখেছে এ ব্যপারে কথা বলতে গেলে তারাই গালমন্দ করে আমাদের ওপর চড়াও হয়ে হামলা করে।

প্রতারনা করে মুক্তিযোদ্ধা সনদ নেয়ার বিষয়ে জানতে চাইলে নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ সরকার বলেন, আমাদের মধ্যে অনেকেই এমন জাল সনদে ভাতা তুলছে। এখনো মুক্তিযোদ্ধা নিয়ে অনেক তদন্ত চলছে সত্যিকার ভাবেই যারা মুক্তিযোদ্ধা তারাই থাকবে বাকীরা একদিন অবশ্যই বাদ পড়বে।

এ জাতীয় আরও খবর

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

সালমান এফ রহমানের লন্ডনের সম্পদ ক্রোক, কোম্পানির শেয়ার ফ্রিজ

হাসিনা-রেহানা পরিবারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণ বেড়ে যাচ্ছে: রিজভী

ভলকার তুর্কের বার্তা সম্পর্কে অবগত নয় বাংলাদেশ সেনাবাহিনী

চোখ মেলে তাকিয়েছে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি

বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য: সারাহ কুক

রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস তারেক রহমান

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগ

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি

অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব: ড. আলী রীয়াজ

পাচার হওয়া ২৩৪ বিলিয়ন টাকা ফিরিয়ে আনতে শিগগির আইন প্রণয়ন-প্রেস সচিব