রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু
সীতাকুন্ডে ব্যাটারি চালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মিনু আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের এজাহার মিয়ার মেয়ে।সোমবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সীতাকুন্ড ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই আরিফ হোসেন জানান, দুপুর ২ টার দিকে একটি ব্যাটারি চালিত রিকশায় সীতাকুন্ড কলেজ থেকে বাড়ি যাচ্ছিল মিনু। এ সময় গলায় ফাঁস লেগে রাস্তায় পড়ে মাথায় আঘাত পায় সে। পরে এলাকাবাসী উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক বিষয়টি নিশ্চিত করেন।