কাপ্তাই লেকে পানি বাড়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে
এম.নাজিম উদ্দিন, রাঙামাটি : রাঙামাটিতে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে।কাপ্তাই লেকে পানি বাড়ার কারণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে একযোগে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ড. এম. এম. এ আব্দুজ্জাহের জানান, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েছে। পানি বাড়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে উৎপাদন বেড়েছে।
ব্যবস্থাপক আরো জানায়, কাপ্তাই লেকে পানির উচ্চতা আরো বৃদ্ধি পেলে কাপ্তাই বাঁধের স্পীলওয়ে দিয়ে অতিরিক্ত পানি ছাড়া হবে। কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট বন্ধ ছিলো। কাপ্তাই হ্রদে পানি বাড়ায় নিচু অঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব¬ক, মধ্যমপাড়া, পুরান বটতলীসহ অনেক জায়গার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এছাড়াও কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় বরকল উপজেলার ভূষনছড়া, এরাবুনিয়া, কলাবুনিয়া, ছোটহরিনা বাজারসহ বিভিন্ন এলাকার আশে পাশের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।
এসব এলাকার নলকূপ ও রিংওয়েলগুলো পানিতে ডুবে যাওয়ায় নিরাপদ খাবার পানির সংকট দেখা দিয়েছে। কাপ্তাই লেকে পানি বেড়ে যাওয়ায় রাঙামাটি শহরসহ আরোও বিভিন্ন জায়গায় নিচু অঞ্চল প্লাবিত হয়েছে।