বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন-নৌ পরিবহন প্রতিমন্ত্রী

news-image

ইউসুফ আলী : নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি দিনাজপুরের বিরল উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তি প্রস্তর স্থাপন সহ বিভিন্ন কার্যক্রমে অংশনেন। ৮ জুলাই সোমবার সকাল ৯ টায় বিরল এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ৫ লাখ টাকা ব্যায়ে কাঞ্চন রেল ব্রীজ সংলগ্ন গণির বাজার হতে ঘুঘুডাঙ্গা বাজার (ভায়া বসন্তপুর ঘাট) পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সাড়ে ৯ টায় বিরল কাঞ্চন মোড়ে দিনাজপুর সামাজিক বন বিভাগের আয়োজনে ২০১৯-২০২০ আর্থিক সালে বিরল উপজেলার কাঞ্চন মোড় হতে বিরল বাজার পর্যন্ত সুফল প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জাহান আশরাফ, বিরল উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবির, উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ লতিফ, বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসুল, দিনাজপুর বন বিভাগের সদর রেঞ্জ অফিসার মোঃ সাদেকুর রহমান সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। প্রধান অতিথি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, দিনাজপুর শহর এখন যানজটের শহরে পরিনত হয়েছে। দিনাজপুর জেলাকে একটি মডেল জেলা হিসেবে রুপান্তর করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অতিশীঘ্রই দিনাজপুর ১০ মাইল থেকে শহরের লিলিমোড় হয়ে রামসাগর পর্যন্ত ৪ লেন সড়ক নির্মাণ করা হবে। এছাড়াও প্রতিমন্ত্রী বিরল ও বোচাগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমে অংশনেন।