মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবার পাশাপাশি পাল্টে যাচ্ছে দেশের অর্থনীতি- বাণিজ্যমন্ত্রী

news-image

রংপুর ব্যুরো : বাণিজ্যমন্ত্রী বরিমুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা জনগনের দ্বার গোড়ায় পৌছে দিতে বদ্ধ পরিকর। স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার চলতি বাজেটে অর্থ বরাদ্দ বাড়িয়ে দিয়েছে। একারণে দেশের প্রতিটি অঞ্চলে স্বাস্থ্য সেবার পাশাপাশি পাল্টে যাচ্ছে অর্থনীতি। আজ শুক্রবার বিকেলে রংপুরের কাউনিয়ার উপজেলার হারাগাছ থানা ৩১ শয্যা হাসপাতাল ৫০ শয্যায় উন্নতি করণে চারতলা ভবনের নির্মান কাজের ভিত্তির প্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, দেশের কোথাও যেন কোন মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়। সেজন্য সরকার উপজেলা পর্যায়ে প্রতিটি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নতি করছে। সেই সঙ্গে গ্রামের জনবহুল এলাকায় ২০ শয্যার হাসপাতাল নির্মান করছে। উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোত অত্যাধনিক অপারেশন থিয়েটারসহ সর্বধনিক যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে। যাতে গ্রামের অসুস্থ্য মানুষদের উন্নত চিকিৎসাসেবা নিতে জেলা শহরের যেতে না হয়।
হারাগাছ হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: সামসুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, সিভিল সার্জন ডা: মো: জাকিরুল ইসলাম, ইউএনও মোছা: উলফৎ আরা বেগম, হারাগাছ পৌর মেয়র হাকিবুর রহমান, আরপিএমপি মাহিগঞ্জ জোনের এসি মো: ফারুক আহমেদ, জেলা নির্বাহী স্বাস্থ্য প্রকৌশলী সাইফুর ইসলাম, বাণিজ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব কামরুজ্জামান তুহিন চৌধুরী প্রমুখ।

স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর সুত্র জানান, সরকারি অর্থায়নে ১০ কোটি ৪২ লাখ ৯৭ হাজার ৩৭৪ টাকা ব্যয়ে হারাগাছ হাসপাতালের চারতলা ভবনের নির্মান কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান কিউ এইচ মাসুদ। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারী নির্মাণ কাজ শুরু হয়েছে। ২০২০ সালের জুলাইয়ে নির্মাণ কাজ শেষ হবে।