মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকায় পুলিশের উপর বেপরোয়া গাড়ি, আটক ১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনের কাছে বুধবার সকালে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এবং পরবর্তীতে পার্শ্ববর্তী টহলদার পুলিশের কাছাকাছি দৌড়ে যায় এক নারী। এ ঘটনায় গুলি চালিয়ে উক্ত নারীকে নিবৃত করে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীমুলক কর্মকান্ডের সূত্র না পাওয়ায় এটিকে বিচ্ছিন্ন অপরাধের শামিল হিসেবে গণ্য করছে ক্যাপিটালের পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছে তারা।

মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র ইভা মালেচকি জানান, স্বাধীনতা এভিনিউ-তে সকাল ৯ টার দিকে ‘লক্ষ্যভ্রষ্ট’ ওই নারী চালক বেপরোয়া গাড়ি চালাতে থাকেন। এসময় তাকে থামানোর চেষ্টাকালে সে পালিয়ে যাওয়ার জন্য পুলিশের ব্যারিকেডের উপর দিয়েই উল্টো দিকে গাড়িটি ঘুড়িয়ে দেন। পরে গুলি ছুড়ে তাকে নিয়ন্ত্রণে আসতে বাধ্য করা হয়।’

এসময় ওই চালক পুলিশের উপর গাড়িটি প্রায় উঠিয়েই দিয়েছিলেন এবং অপর একটি গাড়িকেও সজোরে আঘাত করেছেন বলে জানান ইভা। তবে ওই নারীকে উদ্দেশ্য করে কে গুলি ছুড়েছে বা কয়টি গুলি ছোড়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কেনো তথ্য দেননি তিনি। তবে ২০ বছর বয়সী তালেহ এভারেট নামের ওই নারীকে বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। সিএনএন।

এ জাতীয় আরও খবর