রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মুরগীর ডিমে তা দিচ্ছে মানুষ

news-image
অনলাইন ডেস্ক : পরিচিত পৃথিবীতে কতো আজব কাণ্ডই না করে মানুষ। বুদ্ধিমানরা এসব অদ্ভুতুড়ে খেয়ালকে কাণ্ডজ্ঞানহীন আখ্যা দিলেও, পিছু হঠার পাত্র নন সেইসব পাগলাটে মানুষেরা। প্রতিনিয়ত বিশ্ববাসীকে অবাক করে দিতে হাজির হন তাদের কেউ কেউ।
এই যেমন- ফরাসী শিল্পী আব্রাহাম পোয়িনচেভাল গত বুধবার থেকে প্যারিসের ‘প্যালাইস ডি টোকিও’ যাদুঘরের একটি কাঁচঘেরা কক্ষে বসে বসে মুরগীর ডিমে তা দিচ্ছেন সেগুলো ফোটানোর জন্য। ‘শরীরের তাপমাত্রায় মুরগীর ডিম ফোটানো’ এটি তার সাম্প্রতিক একটি পারফরমেন্স স্টান্ট। আগামী ২১-২৬ দিনের মধ্যেই তার শরীরের নিচে রক্ষিত ১০টি ডিম ফুটে মুরগীর ছানা বের হবে বলে বিশ্বাসী তিনি।
পোয়িনচেভালের ভাষ্যমতে, ‘ডিম ফোটার পর সম্ভবত আমি মুরগী হয়ে যাবো।’ তাকে দেখতে আসা কৌতূহলী মানুষদের হাস্যভরে এমন কথাও শোনান তিনি। তবে এবারে নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য তিনি একটু সাবধানী ভূমিকা পালন করেছেন। সরাসরি ডিমের উপর বসে না গিয়ে একটি চেয়ারের নিচে ফুটো করে ঝুড়ি বেধে দিয়েছেন। এছাড়া শরীরের উষ্ণতা যতটা সম্ভব বাড়িয়ে নিতে কোরিয়ান শিল্পী সেগুলুই লি’র তৈরি একটি কম্বল মুড়ে নিয়েছেন। শরীরে কোনো ক্ষতি হবে না কিন্তু উষ্ণতা বাড়াবে এমনসব খাবার খাচ্ছেন এবং এক্ষেত্রে দিনে মাত্র আধঘণ্টা সময় ব্যয় করতে পারবেন। তবে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার ব্যবস্থা ওই কাঁচের ঘরেই করে নিয়েছেন বলেও জানান তিনি।
এর আগেও বেশ কিছু অদ্ভুতুড়ে স্টান্ট প্রদর্শন করে সবাইকে চমকে দেন পোয়িনচেভাল। একটি বৃহৎ চুনাপাথরের দুটি খণ্ডের ভেতর নিজের শরীরের আকৃতির খোপে কয়েকদিন কাটিয়ে দেন তিনি।
তারও আগে, ২০১৪ সালের এপ্রিলে প্যারিস যাদুঘরে রক্ষিত একটি খেলনা ভালুকের ভেতর তিনি প্রায় দুই সপ্তাহ ধরে অবস্থান করেন।
এছাড়াও, প্যারিসের গার্ড ডু নর্ড রেল স্টেশনের বাইরে মাটি থেকে ৬৫ ফুট উপরের একটি পাটাতনে এক সপ্তাহ অতিবাহিত করেন তিনি। বিবিসি।

এ জাতীয় আরও খবর

বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন, কোথাও যানজট কোথাও গাড়ির অপেক্ষা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধিদল

সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা যুক্তরাষ্ট্রের

দেহদান করে এখন দুশ্চিন্তায় ঋতুপর্ণা

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট

আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ ছিলাম না : মাহফুজ আলম

বিএনপির ১৫ সেপ্টেম্বরের সমাবেশ দুদিন পেছাল

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র বিলাসী প্রকল্প : জ্বালানি উপদেষ্টা

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সুইফটের সমর্থন কি নির্বাচনের শেষ খেলা বদলে দেবে

নিজ ঘর থেকে সংস্কার শুরু করতে হবে: সারজিস আলম

সিরিজ খেলতে দুপুরে ভারত যাচ্ছেন ক্রিকেটাররা