রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সকালেই একটি কেন্দ্রে ৯০ ভাগ নৌকা প্রতীকে সিল : সাক্কু

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েই অনিয়মের অভিযোগ এনেছেন বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু। তিনি বলেন, তিনটি কেন্দ্রে তাঁর চোখে অনিয়ম ধরা পড়েছে। এর মধ্যে একটি কেন্দ্রে সকালেই ৯০ ভাগ ভোট নৌকার প্রতীকে অবৈধভাবে সিল মারা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে হোচ্ছা মিয়া হাইস্কুল কেন্দ্রে ভোটপ্রদান শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ করেন।

সাংবাদিকদের সাক্কু বলেন, সকাল থেকে এখন পর্যন্ত বেশ কিছু ভোটকেন্দ্র তিনি পরিদর্শন করেছেন। এর মধ্যে ২৭ নম্বর ওয়ার্ডের গঞ্জুরি, ২১ নম্বর ওয়ার্ডের জাংগুরিয়া এবং রামকৃষ্ণ কেন্দ্রে অনিয়ম হয়েছে। দু’টি কেন্দ্রে তাঁর এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। পরে খবর পয়ে তিনি পুলিশ সঙ্গে নিয়ে গিয়ে তাদের ভেতরে ঢুকিয়ে দেন। তিনি আরও অভিযোগ করেন, গুঞ্জুরি কেন্দ্রে সকালেই ৯০ ভাগ ভোট নৌকার প্রতীকে অবৈধভাবে সিল মারা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মেয়রপ্রার্থী আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেব। এজন্য ফল পর্যন্ত অপেক্ষা করব। তবে এখনই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পক্ষে নন তিনি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার নির্বাচনের প্রধান এজেন্টকে অনিয়মের অভিযোগ জানিয়েছি। তিনি রিটার্নিং কর্মকর্তাকে এ অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে জানাবেন। একই সঙ্গে সাংবাদিকদের মাঠে থেকে এ অভিযোগ সত্য কিনা তাও তদারকি করার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন, কোথাও যানজট কোথাও গাড়ির অপেক্ষা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধিদল

সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা যুক্তরাষ্ট্রের

দেহদান করে এখন দুশ্চিন্তায় ঋতুপর্ণা

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট

আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ ছিলাম না : মাহফুজ আলম

বিএনপির ১৫ সেপ্টেম্বরের সমাবেশ দুদিন পেছাল

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র বিলাসী প্রকল্প : জ্বালানি উপদেষ্টা

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সুইফটের সমর্থন কি নির্বাচনের শেষ খেলা বদলে দেবে

নিজ ঘর থেকে সংস্কার শুরু করতে হবে: সারজিস আলম

সিরিজ খেলতে দুপুরে ভারত যাচ্ছেন ক্রিকেটাররা