রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মাদক নির্মূলের নেতা নিজেই মাদকসহ গ্রেফতার

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের মাদক নির্মূলের নেতা মোঃ কাজল মিয়া গত সোমবার দিবাগত রাতে মাধবপুর চৌমুহনীতে ২ কেজি গাঁজা ও ৫ বোতল ফেন্সিডিলসহ পুলিশের হাতে আটক হয়েছে। এ সময় তার সহযোগী হিসেবে ছিল সুমন মিয়া নামের আরেকজন। আটককৃতদের বুধবার হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়ছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোক্তাদির হোসেন জানান, ২৭ শে মার্চ দিবাগত রাতে মাধবপুরের চৌমুহনী নামকস্থানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল ও মাদক বহনকারী টয়োটা সাদা রংয়ের প্রাইভেটকার আটক করি। কাজলের মাদক ব্যবসার সহযোগী সুমন মিয়কেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠান। প্রসঙ্গত স্থানীয় সূত্রে জানাযায়, আখাউড়া উত্তর ইউনিয়নের আনু ভূইয়ার ছেলে কাজল এলাকার মাদক নির্মূল কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। এলাকাতে মাদক নির্মূলে তার ছবি দেয়া বিভিন্ন ব্যানার, ফেষ্টুন সাটানো রয়েছে। সূত্র আরো জানায়, সে এলাকার মাদক নির্মূলে দায়িত্ব পাওয়ার পর থেকে ব্যাপারটি অনেকটাই হাস্যকর হয়ে দাড়িয়েছে। একজন চিহ্নিত মাদকব্যবসায়ী কিভাবে এলাকার মাদক নির্মূল কমিটির সভাপতি হয়। তার নিকটাত্মীয় আখাউড়া উপজেলার প্রভাবশালী নেতা বলেও জানাযায়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার জানান, কাজলের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকের ২টি মামলা রযেছে। তার মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে এলাকার একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ সে মাদক ব্যবসা করে আসছে।

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম

কালিয়াকৈরে হাসিনা-কাদেরের নামে দুই হত্যা মামলা

রোববার থেকে যে কোনো পরিমাণ টাকা তুলতে পারবেন গ্রাহক

সরকারকে আরও কঠোর হতে হবে: আবুল হায়াত

আশুলিয়ার সব পোশাক কারখানা খুলবে রোববার, আজ বন্ধ ছিল ৪৩টি

রেমিট্যান্সে সুবাতাস, নতুন রেকর্ডের ইঙ্গিত

মণিপুরের জিরিবাম বিভাগে জরুরি অবস্থা জারি

আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি দেশে ফিরবেন আজ

নেইমারের মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে

লুট হওয়া ৫৩টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৫

ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪০৩