এ বছর চার নায়িকার
বিনোদন ডেস্ক : চলতি বছরের এ পর্যন্ত ১৬টি ছবি মুক্তি পেলেও তাতে বড় মাপের কোনো নায়িকা ছিলেন না। ছবিগুলোও সাড়া জাগাতে পারেনি। তবে এ বছর বেশকটি ভিন্ন ধারার গল্পের ছবি মুক্তি পেতে যাচ্ছে। এসব ছবি একদিকে গল্প আর নির্মাণ অন্যদিকে শীর্ষ কয়েকজন নায়িকার প্রাণবন্ত অভিনয়ের কারণে সাড়া জাগাতে পারে বলে আশা করছেন চলচ্চিত্র নির্মাতারা। এসব ছবির মধ্যে যে চার নায়িকা এগিয়ে আছেন তারা হলেন—জয়া আহসান, তিশা, মাহি ও পরীমণি। জয়া আহসান আসছেন ‘খাঁচা’ ও ‘পেয়ারার সুবাস’ নামে দুটি ছবি নিয়ে। ‘পেয়ারার সুবাস’ নির্মাণ করেছেন নূরুল আলম আতিক আর ‘খাঁচা’র নির্মাতা ‘ঘাসফুল’ খ্যাত আকরাম খান। দুটি ছবিতেই জয়ার চরিত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। এসব ছবির নির্মাতাদের দাবি জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রী অসাধারণ কাজ করেছেন ছবি দুটিতে। তাই ছবি দুটি ভালোভাবেই উের যাবে। তিশা অভিনীত ছবি মুস্তাফা সরয়ার ফারুকীর ‘ডুব’ আর তৌকীর আহমেদের ‘হালদা’। এসব ছবি ইতিমধ্যে আলোচনায় চলে এসেছে। আর এগুলোতে তিশাও অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ফলে আগের মতো এ বছর আবারও বড় পর্দায় জ্বলে উঠবেন তিশা—এমন প্রত্যাশা দর্শক-নির্মাতার। বরাবরের মতো মাহি আসছেন চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে। তার কমপক্ষে তিনটি ছবি মুক্তি পেতে যাচ্ছে এ বছর। ছবিগুলো হলো—সুমন ওয়াজেদের ‘মনে রেখো’, বদিউল আলম খোকনের ‘হারজিৎ’ ও দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’। নির্মাতাদের মতে মাহির সাফল্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। এসব ছবি দিয়ে মাহি আবারও প্রমাণ করবেন সাফল্যের মূলমন্ত্র তার জানা আছে। সর্বশেষ পরীমণি অভিনীত আলোচিত দুটি ছবি মুক্তি পাবে এ বছর। ছবি দুটি হলো—মালেক আফসারীর ‘অন্তরজ্বালা’ ও গিয়াসউদ্দীন সেলিমের ‘স্বপ্ন জ্বাল’। ‘অন্তরজ্বালা’র টিজার প্রকাশ হয়েছে সম্প্রতি। এতে পরীর গেটআপ আর অভিনয় ইতিমধ্যে দর্শকের মনে আশা জাগিয়েছে। ছবির গল্পেও আছে টুইস্ট। আর এই নায়িকাকে ঘিরেই ছবিটির গল্প গড়িয়েছে। অন্যদিকে গিয়াসউদ্দীন সেলিম ‘মনপুরা’র মতো আরেকটি আলোচিত ছবি মুক্তি দিতে যাচ্ছেন এ বছর। ছবিটি ‘স্বপ্ন জ্বাল’। এর গল্পও গড়িয়েছে পরীকে ঘিরে। ছবি দুটি দিয়ে এ বছর নিঃসন্দেহে সাফল্যের মুখ দেখবেন পরীমণি—এ মন্তব্য সংশ্লিষ্ট নির্মাতাদ্বয়ের। সবমিলিয়ে এই চার নায়িকা চলতি বছর তাদের তুখোড় অভিনয় দিয়ে দেশীয় চলচ্চিত্রের সাফল্য বয়ে আনবেন এমন আশা জাগানিয়া স্বপ্ন এখন দর্শক-নির্মাতার চোখে-মুখে। বিডি-প্রতিদিন